সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জোয়ারিয়ানায় ঈদগাঁও লাইন-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতদের জানাযা সম্পন্ন

জোয়ারিয়ানায় ঈদগাঁও লাইন-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতদের জানাযা সম্পন্ন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের জোয়ারিয়ানালা গুচ্ছগ্রাম নামক এলাকায় ঈদগাঁও লাইন সার্ভিস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঈদগাঁওর দুই শিক্ষার্থীসহ তিনজন মর্মান্তিক ভাবে নিহত হয়েছে।

প্রত্যাক্ষদর্শী সূত্র মতে, ১২ নভেম্বর সকাল সাড়ে এগারটার দিকে মহাসড়কের গুচ্ছগ্রামের সামনে এ ঘটনা ঘটে। কক্সবাজার থেকে ঈদগাঁও অভিমুখী যাত্রীবাহী বাস ঈদগাঁও লাইন সার্ভিস আর কক্সবাজার মুখী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হলেও অন্যজন সদর হাসপাতালে চিকিংসাধীন অবস্থায় মারা যায়।

নিহতরা হলো- ঈদগাহ কলেজ পূর্ব পাশের গ্রামের সব্বির আহমদের প্রকাশ ধলুর পূত্র শফিকুল ইসলাম (২০), পোকখালীর পূর্ব ইছাখালী মোঃ সিরাজ মিয়ার পূত্র মহিউদ্দন (২১) এবং জালালাবাদ পালাকাটার আবদুল খালেক ড্রাইভারের পূত্র হাসান (২২)। সড়ক দুর্ঘটনায় পর থেকে ঈদগাঁও হয়ে ককসবাজারের যাতাযাতকারী পরিবহন ঈদগাঁও লাইন সার্ভিস চলাচল বন্ধ রয়েছে।

অন্যদিকে নিহত তিনজনের মধ্য শফিক ও মহিউদ্দিন ঈদগাহ ফরিদ আহমদ ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেনীর মেধাবী শিক্ষার্থী বলে জানা যায়। ঈদগাও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো খায়রুজ্জামান সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের সত্যতা নিশ্চিত করেন। একই দিন বাদে মাগরিব পূর্ব ইছাখালী চোরম্বামুরা মাঠে মহিউদ্দিনের নামাজে জানাজা সম্পন্ন হয়।

অপরদিকে পূর্ব পালাকাটা জামে মসজিদে বাদে মাগরিব হাসানের জানাজাও অনুষ্টিত হয় বলে জানান ছাত্রনেতা আবদুল্লাহ। কলেজ শিক্ষার্থী শফিকের নামাজে জানাজা ১৩ নভেম্বর সকাল ১০টায় কলেজ ময়দানে অনুষ্টিত হবে বলে হিসাব রক্ষক শাহ আলম এ প্রতিনিধিকে জানান। উক্ত কলেজের দু’শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে কলেজ কর্তৃপক্ষ গভীর শোক ও সমবেদনা জানান।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/