সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / টুইটারে সবচেয়ে গালি শুনেছেন রোনালদো

টুইটারে সবচেয়ে গালি শুনেছেন রোনালদো

অনলাইন ডেস্ক :
সময়টা ভালো যাচ্ছে না পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মাঝে টুইটারে সবচেয়ে গালি শুনেছেন রোনালদো। এ তালিকায় রোনালদোকে সঙ্গ দিচ্ছেন তার ক্লাব সতীর্থ হ্যারি ম্যাগুয়ের।

দলবদল নিয়ে এখনো স্বস্তির কোনো খবর পাননি ‘সিআর সেভেন’। নতুন কোনো ক্লাবেরও তাঁকে নিয়ে আগ্রহের কথা শোনা যাচ্ছে না। এর মাঝে বিব্রত হওয়ার মতো আরেকটি খবর পেলেন পর্তুগিজ তারকা।

অফকমের এক গবেষণায় দেখা গেছে, গত মৌসুমের প্রথম অর্ধে ২.৩ মিলিয়ন (২০ লাখ ৩০ হাজার) টুইটের প্রায় ৬০ হাজারই ছিল গালাগালির। আর এই বাজে মন্তব্যগুলোর অর্ধেকই ছিল ১২ জন খেলোয়াড়কে উদ্দেশ্য করে। যাদের ৮ জনই আবার ম্যান ইউনাইটেডের।

গবেষণায় দেখা গেছে, ১৩ আগস্ট ২০২১ থেকে ২৪ জানুয়ারি ২০২২ পর্যন্ত সবচেয়ে বেশি বাজে মন্তব্য শুনতে হয়েছে রোনালদোকে। এই সময়ের মধ্যে রোনালদোকে নিয়ে ১২ হাজার ৫২০টি বাজে মন্তব্য করা হয়েছে।

রোনালদোর পরেই এই তালিকায় আছেন তার ক্লাব সতীর্থ ম্যাগুয়ের। তাকে নিয়ে বাজে মন্তব্য করা হয়েছে ৮ হাজার ৯৫৪টি। তিন নম্বরে আছেন মার্কোস র‍্যাশফোর্ড যাকে নিয়ে ২ হাজার ৫৫৭টি বাজে মন্তব্য করা হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/08/Sports-Martin-David-Crowe-Birthday-Day.jpg

২২ সেপ্টেম্বর; ইতিহাসের এইদিনে

নিউজিল্যান্ডের বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা, ধারাভাষ্যকার ও লেখক তাছাড়া ১৯৮৫ সালে উইজডেন কর্তৃক তিনি বর্ষসেরা ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/