সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / টেকনাফে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

টেকনাফে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার আনন্দে

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের সেই সাড়া জাগানো ঐতিহাসিক ভাষণ অবশেষে ইউনেস্কোর ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি পাওয়ার আনন্দে মুখরিত সারা দেশের লক্ষ লক্ষ জনতা। আর সেই আনন্দেকে স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে সারা দেশে শুরু হয়েছে আনন্দ র‍্যালী, শোভাযাত্রা ও আলোচনা সভা।

সেই ধারাবাহিকতা নিয়ে ২৫ নভেম্বর সকাল ১০টায় টেকনাফ উপজেলা প্রশাসনের সদস্যরা বিশাল আনন্দ র‍্যালী ও এক আলোচনা সভার আয়োজন করে। উক্ত শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ গ্রহণ করে টেকনাফ পৌর সভার আওয়াতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকার দলীয় বিভিন্ন স্তরের নেতা কর্মীরা। তারপর শুরু হয় আনন্দ র‍্যালী, শোভাযাত্রা।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হোসেন ছিদ্দিকী, জেলা পরিষদের সদস্য মোঃ শফিক মিয়া, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাঈন উদ্দিন খান, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল বশর, টেকনাফ পৌর আওয়ামীলীগের সভাপতি সাংবাদিক জাবেদ ইকবাল চৌধূরীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থী ও আওয়ামীলীগ নেতৃবৃন্দদের অংশ গ্রহণে বিশাল এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রা টেকনাফ পৌরসভার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। পরিশেষে সকলের অংশ গ্রহনে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসাবে স্বীকৃতি পাওয়ায় জাতির জন্য তথা এর ইতিহাস ও ঐতিহ্যের জন্য একটি বিরাট অর্জন। শিক্ষার্থীরা এবং ভবিষ্যৎ প্রজন্ম ৭ মার্চের ভাষণ সম্পর্কে সঠিকভাবে জানতে পারবে। এই স্বীকৃতি বাঙ্গালী জাতি ও বাংলা ভাষার জন্য বিশাল গৌরব। সভা পরিচালনা করেন, মাধ্যমিক একাডেমিক সুপার নুরুল আবছার।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/