সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ঠোঁটের কালচে ভাব দূর করতে করণীয়

ঠোঁটের কালচে ভাব দূর করতে করণীয়

Life style - 12-8-2015 - 4 (Lip)মানুষদের ঠোঁট জন্মগত ভাবেই একটু কালচে হয়ে থাকে। অযত্ন-অবহেলা আর বদঅভ্যাসের কারণে অনেকের ঠোঁটের স্বাভাবিক গোলাপীভাব নষ্ট হয়ে কালচে ও মলিন হয়ে যায়। নিয়মিত ঠোঁটের যত্ন নিলে এই কালচে ভাব অনেকাংশেই দূর করা সম্ভব। তাই জেনে নিই ঠোঁটের কালচে ভাব দূর করার পদ্ধতি।

* ঠোঁট খুব বেশি সময় শুকনো রাখবেন না।

* যাদের ঠোঁট জন্মগত ভাবেই শুকনো তাদের ঠোঁটে সব সময় চ্যাপস্টিক বা লিপবাম ব্যবহার করতে হবে।

* সামান্য দুধের সর বেঁটে মাঝে মাঝে ঠোঁটে লাগানো যেতে পারে, এতে করে ঠোঁট নরম থাকবে।

* রাতে ঘুমাতে যাওয়ার আগে ঠোঁটে ক্লিনজিং মিল্ক বা কোল্ড ক্রীম লাগিয়ে কিছু সময় পর ভেজা তুলো দিয়ে মুছে ফেলুন তারপর হালকা নারিশিং ক্রীম লাগিয়ে ঘুমাতে হবে।

ঠোঁটের কালচে ভাব দূর করতে নিচের প্যাকটি ব্যবহার করা যেতে পারেঃ

ফ্রিজে রাখা কিছুটা ঠান্ডা মুলতানি মাটির সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। তারপর মিশ্রণটিতে তুলো ভিজিয়ে ঠোঁটের ওপর হালকা ভাবে ঘষে দশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে দুবার করে ব্যবহার করলে আস্তে আস্তে কালচে ভাব দূর হয়ে যাবে। কোথাও দাওয়াত খেতে যাওয়ার আগে লিপস্টিক লাগানোর পর একটা পাফে সামান্য ট্যালকম পাউডার নিয়ে ঠোঁটের ওপর আলতো চাপ দিয়ে লাগান। এতে লিপস্টিক ঠোঁটের উপর বসে থাকবে।

-দেশনিউজ.নেট,ডেস্ক

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/