সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / ডুয়াল সেলফি ক্যামেরা নিয়ে অপোর নতুন ফোন

ডুয়াল সেলফি ক্যামেরা নিয়ে অপোর নতুন ফোন

বাংলাদেশের প্রযুক্তিপ্রেমীদের জন্য দারুণ সব ফিচার নিয়ে বাজারে আসছে অপো এফ-৩ ক্যামেরা ফোন। এ হ্যান্ডসেটটিতে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা। ক্যামেরা দুটির একটি সেলফির জন্য এবং আরেকটি গ্রুপ সেলফির জন্য।

এফ-৩ ক্যামেরা ফোনের ১৬ মেগাপিক্সেল (এমপি) ফ্রন্ট ক্যামেরায় গ্রুপ সেলফি তোলার জন্য রয়েছে বিশেষ প্রযুক্তি। এ ছাড়া আট মেগাপিক্সেলের আরেকটি ফ্রন্ট ক্যামেরা থাকছে। এ ছাড়া থাকছে ১৬ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা।

এফ-৩ ক্যামেরা ফোনে আরো আছে দারুণ ফিঙ্গার প্রিন্ট সেন্সর, ৫ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে, চার জিবি র‌্যাম, ৬৪ জিবি রম ও ৩২০০ এমএএইচ ব্যাটারি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসছে ৭ মে হোটেল লা মেরিডিয়ানে অপো এফ-৩ ক্যামেরা ফোনের উদ্বোধন হবে। ৭ থেকে ১৩ মে পর্যন্ত ফোনটি বুক করা যাবে। ফোনটি বাজারে পাওয়া যাবে ১৩ মে থেকে অপোর সব আউটলেট।

অপো মোবাইল বাংলাদেশের বাজারে প্রবেশ করে ২০১৪ সালের সেপ্টেম্বরে। সারা দেশে এখন অপোর তিন হাজারের মতো আউটলেট রয়েছে। ২০১১ সাল থেকে অপো স্মার্টফোন সেলফি ট্রেন্ডের জন্য পরিচিত হয়ে উঠেছে।

সূত্র:ntvbd.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/