Home / প্রচ্ছদ / ত্বকের বয়স কমাবে গোলাপজল

ত্বকের বয়স কমাবে গোলাপজল

ত্বক সুন্দর রাখতে অনেক কিছুই করে থাকি আমরা। আর ত্বকের যত্নে যুগ যুগ ধরে গোলাপজলের ব্যবহার চলে আসছে। ফেসপ্যাক, স্ক্রাব ও স্কিন টোনার হিসেবে ব্যবহার করা যায় গোলাপজল।

 

ত্বকের যত্নে কেন গোলাপজল ব্যবহার করবেন?

১. ত্বকের যত্নে গোলাপজলের জুড়ি নেই। ত্বক পরিষ্কার করতে ও ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য রক্ষা করে গোলাপজল।

২. গোলাপজলে থাকা প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট ত্বক প্রাকৃতিকভাবে পরিষ্কার রাখে।

৩. গোলাপজলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষগুলোর ভেতর থেকে দৃঢ়তা প্রদান করে।ফলে ত্বক থাকে টানটান।

৪. গোপালজল ত্বককে ভেতর থেকে হাইড্রেট করে তা সতেজ রাখতে সাহায্য করে।

৫. গোপালজল খুবই ভালো ময়েশ্চরাইজার।

৬. ত্বক সতেজ রাখে ও তেলতেলে ভাব কমায় গোলাপজল।

 

কীভাবে গোলাপজল ব্যবহার করবেন?

মুখ ধোয়ার পরে তুলোয় গোলাপজল নিয়ে মুখের নিচ থেকে ওপর দিকে আলতো করে চেপে নিন। রাতে ঘুমানোর আগে এটি ব্যবহার করতে পারেন টোনার হিসেবে। এছাড়া বিভিন্ন ফেসপ্যাকের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন গোলাপজল।

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/