সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৩১

থাইল্যান্ডে স্কুলে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৩১

অনলাইন ডেস্ক :
থাইল্যান্ডের একটি প্রি-স্কুলের শিশু ডেকেয়ার সেন্টারে বন্দুক হামলা চালানো হয়েছে। এতে ২৩ শিশু শিক্ষার্থীসহ ৩১ জন নিহত হয় এবং আহতও হয়েছেন অনেকে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, বৃহস্পতিবার (৬ অক্টোবর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলের নং বুয়া লাম্ফুতে এ হামলার ঘটনা ঘটে।

সাবেক এক পুলিশ কর্মকর্তা এলোপাতাড়ি গুলি ছুড়লে এ হতাহতের ঘটনা ঘটে। তিনি নিজের সন্তান ও স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। বন্দুকধারী সাবেক ওই পুলিশ কর্মকর্তা পলাতক। সম্প্রতি তিনি চাকরিচ্যুত হয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, হতাহতদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্কও রয়েছে। তবে এ ঘটনার কারণ তাৎক্ষণিক জানা যায়নি।

থাইল্যান্ডে গোলাগুলির ঘটনা বিরল। এর আগে সর্বশেষ ২০২০ সালে নাখোন রাতচাসিমা শহরে সেনাবাহিনীর এক সদস্য ২৯ জনকে হত্যা করেছিল এবং আরও ৫৭ জনকে আহত করেছিল।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও বাজারে প্রতিপক্ষের হামলায় এবার মাথা ফাটলো যুবকের

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও বাজারে এবার প্রতিপক্ষের হামলায় এক যুবকের মাথা ফাটল। তাকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/