সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / দশ মিনিটেই শেষ উদ্বোধনের বিনোদন!

দশ মিনিটেই শেষ উদ্বোধনের বিনোদন!

মাত্র দশ মিনিটেই উদ্বোধনী অনুষ্ঠানের বিনোদন পর্ব সারলো পরাক্রমশালী রাশিয়া। যারমধ্যে বেশিরভাগ সময়ই ইংল্যান্ডের ৯০ দশকের পপ তারকা রবি উইলিয়ামসের কণ্ঠ শোনা গেছে। তিনি গেয়েছেন ‘লেট মি ইন্টারটেইন ইউ’ গানটি।

এরই মাঝে মঞ্চে আসেন রাশিয়ানদের নয়নের মনি সঙ্গীতশিল্পী আইদা গারিফুলিনা। আর বিনোদন পর্বের সবশেষ আকর্ষণ ছিলো ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনালদো।

৮০ হাজার দর্শকধারণ ক্ষমতার লুঝনিকি স্টেডিয়ামে নেচেছেন প্রায় ৫০০ নৃত্যশিল্পী।

এরপরই স্টেডিয়ামে হাজির হন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার আনুষ্ঠানিক উদ্বোধনের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বক্তব্য দিয়ে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানটি শেষ হয় নয়টার কিছু আগে।

লুঝনিকির মতোই মস্কোর বিখ্যাত রেড স্কয়ারে রাখা হয়েছে উদ্বোধনী কনসার্ট। সেখানে মঞ্চ মাতাবেন প্লেসিডো ডোমিঙ্গো, দিয়েগো ফ্লোরেজের মত তারকা শিল্পীরা।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামার ইয়াংছা-ত্রিশডেবা সড়কের বেহালদশা : ২৭টি গ্রামের ১৫ হাজার মানুষ ভোগান্তিতে; কক্সভিউ ডট কম; coxview.com; https://coxview.com/rarfiq-road-14-09-2024-3/

লামার ইয়াংছা-ত্রিশডেবা সড়কের বেহালদশা : ২৭টি গ্রামের ১৫ হাজার মানুষ ভোগান্তিতে

লামা (বান্দরবান) খানাখন্দ ভরা ও চলাচল অনুপযোগী ইয়াংছা-ত্রিশডেবা সড়কের দৃশ্য।   মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/