সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুইটি কবিতা

দুইটি কবিতা

-: আমিনা আক্তার :-

 

জোনাকি পোকা ও কল্পনা

 

জোনাকি পোকা ও জোনাকি পোকা

যাচ্ছো কোথায় একা একা?

আমায় দেওনা দুটি পাখা

আমি তোমার মতো উড়তে চাই।

 

জোনাকি পোকা বল্ল এবার-

আমি যাচ্ছি বহু দূরে-

আলো বিলবো সবার তরে,

আমার আলোয় আলোকিত হবে

জনপথ ও বনাঞ্চল।

 

আমার আলোয় পথিক পাবে পথ।

আমার আলোয় আলো পাবে,

আমার বন্ধু পোকা মাকড়।

 

জোনাকি পোকা ও জোনাকি পোকা!

শোননা ভাই একটু কথা,

আমি তোমার আলোয়

রাতের ভুবন দেখতে চাই।

আমি উড়তে চাই,

সবুজ তেপান্তর পারি দিতে চাই।

 

আমায় নেওনা সঙ্গী করে,

আমি যাবো তোমার সাথে উড়ে উড়ে।

দেখবো আমি কেমন করে,

আলো বিলাও সবার তরে।

জোনাকি পোকা ও জোনাকি পোকা

নেওনা আমায় বন্ধু করে।

 

 

আমি ফিরবোনা

 

আমি উড়ে যাব একদিন

প্রজাপতি জোনাকির ডানায় করে,

সবুজ অরণ্য সাথী হবে আমার

সাথী হবে নীলাভ আকাশ উরন্ত মেঘ।

 

বৃষ্টি এসে ছুঁয়ে দিবে আমার হৃদয়

আমি ফিরবোনা আর আপন নীরে,

আমি উড়ে যাব একদিন বহু দূরে

শালিক, মাছরাঙ্গার পাখায় ভর করে।

 

বন বাদার তেপান্তর দিব পার করে!

সাথী হবে আমার কিছু স্মৃতি,

সাথে নিব প্রিয় কিছু নি:সংগতা

আমি দেখবো উড়ে উড়ে।

 

কোথায় পৃথিবীর শেষ?

আমি ফিরবোনা আর

সংসার নামক বন্দি নীরে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Abdullah-Sagar-17-4-24.jpeg

পোকখালীর ৮নং ওয়ার্ডের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে প্রার্থী হলেন আবদুল্লাহ

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের অবহেলিত ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/