সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অস্ত্রসহ আটক!

দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অস্ত্রসহ আটক!


হামিদুল হক; ঈদগড় :

পার্বত্য জেলা বান্দবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সিরাজুর রহমান সজল অস্ত্র সহ বিজিবি’র জালে ধরা পড়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিন বাইশারী এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাসায় তল্লাশী চালিয়ে তিনটি একনলা বন্দুক, একটি এলজিসহ মোট ৪টি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করে বিজিবি।

অস্ত্রসহ আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শাহ আবদুল আজিজ আহমেদ জানান- গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র মজুদের খবর পেয়ে ১১ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টিম দক্ষিণ বাইশারীস্থ তার বাসায় অভিযান চালানো হয়। এ সময় বাড়ীর একটি কক্ষে সংরক্ষিত অবস্থায় ৪টি দেশীয় অস্ত্র উদ্ধারসহ তাকে আটক করা হয়। পরে আটক সিরাজুর রহমান সজলকে নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র সহ হস্তান্তর করা হয়।

এবিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসেন জানান, আটক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সিরাজুর রহমান সজলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১৭/২০২০ইং।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/04/Thermometer-Hit-Hot.jpg

বৃষ্টির সম্ভাবনা নেই, রাতে বাড়বে গরম

অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের কোনো বিভাগেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/