সাম্প্রতিক....
Home / জাতীয় / দ্বিতীয় ধাপের উপজেলা ভোট ১৮ মার্চ

দ্বিতীয় ধাপের উপজেলা ভোট ১৮ মার্চ

নির্বাচন ভবন। ফাইল ছবি

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ। নির্বাচনে অপরাধ বিচার করার জন্য পাঁচদিনে উপজেলা প্রতি একজন করে বিচারিক হাকিম নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৩ মার্চ) সংস্থাটির সিনিয়র সহকারী সচিব মো. ইব্রাহিম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, দ্বিতীয় ধাপের ভোটগ্রহণে ১৫ জেলার ১১৭ উপজেলায় নির্বাচনী অপরাধে শাস্তি প্রদানের জন্য ১১৭ জন বিচারিক হাকিম কাজ করবেন। তারা ১৬ মার্চ থেকে ২০ মার্চ ভোটের দায়িত্বে নিয়োজিত থাকবেন। মেট্রোপলিটন হাকিম, বিচারিক হাকিম ও জ্যেষ্ঠ বিচারিক হাকিমদের এ দায়িত্বে নিয়োজিত করা হয়েছে।

এবার পাঁচ ধাপে উপজেলাগুলোর ভোটগ্রহণ শেষ করবে নির্বাচন কমিশন। ইতোমধ্যে প্রথম ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। তিন পৌরসভায় ভোট ১৫ এপ্রিল

এদিকে দেশের তিনটি পৌরসভার বিভিন্ন পদে উপ-নির্বাচনের সময় দিয়েছে নির্বাচন কমিশন। আগামী ১৫ এপ্রিল ভোটগ্রহণের সময় নির্ধারণ করা হয়েছে।

এক্ষেত্রে দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার মেয়র পদ, মৌলভীবাজার বড়লেখা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদ এবং জামালপুর ইসলামপুরের ৩ নম্বর সাধারণ কাউন্সিলর পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা#https://coxview.com/buddhist-puja-day/

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা

  অনলাইন ডেস্ক :আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বুদ্ধ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/