সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৭৬ জনের মৃত্যু

নাইজেরিয়ায় নৌকাডুবিতে ৭৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

নাইজেরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় অ্যানামব্রা রাজ্যে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত: ৭৬ জন মারা গেছে বলে খবর পাওয়া গেছে। এখনো নিখোঁজ রয়েছেন চারজন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

সোমবার (১০ অক্টোবর) বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার (৭ অক্টোবর) ৮০ যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। অ্যানামব্রা রাজ্যের ওকবারু এলাকায় বন্যা দেখা দেয়ায় তারা নৌকায় নিরাপদ স্থানে যাচ্ছিল।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি এ মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন। অ্যানামব্রা রাজ্যের গভর্নর চার্লস সোলুডোও মারা যাওয়া ব্যক্তিদের পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।

ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির জোনাল কো-অর্ডিনেটর থিকম্যান তানিমু বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, পানির উচ্চতা বেশি হওয়ায় উদ্ধার অভিযানে বেশ বেগ পেতে হয়েছে।

সাবেক স্থানীয় সরকার নেতা আফাম ওগেন বলেন, ইঞ্জিন চালু হওয়ার কিছুক্ষণ পরই নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে। স্থানীয়ভাবে তৈরি ওই নৌকার ধারণক্ষমতা কম ছিল। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

চলতি বছর নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে অ্যানামব্রাসহ ২৯টিই বন্যার সাক্ষী হলো। বন্যার পানিতে এরই মধ্যে অসংখ্য বাড়িঘর ও বিপুল পরিমাণ ফসল ভেসে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫ লাখ মানুষ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Sayed-Alam-Sagar-21-4-24.jpeg

ঈদগাঁও ইউপির চেয়ারম্যান ছৈয়দ আলম নির্বাচনী জনমত জরিপে এগিয়ে

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে এবার ভিন্ন পরিসরে প্রচারণায় চালিয়ে যাচ্ছেন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/