সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / নারী কেন ধূমপান করে

নারী কেন ধূমপান করে

নারী কেন ধূমপান করে

নারীরাও এখন ধূমপান করে থাকেন প্রকাশ্যে। কিন্তু কেন ধূমপান করেন নারীরা এই বিষয় নিয়ে এই পর্যন্ত অনেক দেশের নামী-দামি গবেষকেরা গবেষণা করেছেন এই বিষয়টি নিয়ে। কানাডায় অবস্থিত ‘হেলথ কানাডা স্মোকিং প্রিভেনশন’ সেন্টার ও এমেরিকার এমেরিকান ক্যানসার সোসাইটির’ নানা ধরনের গবেষণায় উঠে এসেছে এমন কিছু বিষয় যার কারণে পুরো বিশ্ব জুড়ে বহু নারীরা ধূমপান করে থাকেন।

১। পারিবারিক অশান্তি ও অভিভাবকদের কঠোরতা থেকে মুক্তি পেতে নারীরা ধূমপান করে থাকে।
২। ছেলে-মেয়েরা আজকাল এক সাথেই ধূমপান করে থাকেন। আর নারীরা মনে করেন একসাথে ধূমপান করার ফলে বন্ধুত্ব ভালো হয়।
৩। শারীরিক ভাবে ফিট বা স্লিম থাকার জন্য নারীরা ধূমপান করে থাকেন।
৪। রিলাক্স থাকার জন্য ও দুশ্চিন্তা মুক্ত থাকার জন্য ধূমপান করেন নারীরা।
৫। হাতে একটি সিগেরেট রেখে চলার মধ্যে আনন্দই আলাদা তাই নারীরা ধূমপান করেন।
৬। নিজের রাগ ও কষ্ট নিয়ন্ত্রন করতে ধূমপান করেন নারীরা।
৭। নিজের সাহস বাড়াতে অনেক নারী ধূমপান করে থাকেন।
৮। ধূমপান করে নারীরা অনেক আনন্দ পান তাই ধূমপান করেন।
১০। অনেক নারীরাই বলেছেন সিগেরেটের ধোঁয়া তাঁদের খুব ভালো লাগে তাই তাঁরা ধূমপান করেন।
১১। অনেক নারীরাই মনে করেন সিগেরেট খেলে ক্ষুধা কমে যায় তাই ধূমপান করেন।
১২। তাছাড়া যেসকল নারীরা খুব অল্প বয়স থেকেই ফ্যামিলির নানা ধরনের সমস্যা দেখে বড় হন বিশেষ করে বাবা-মাকে নিয়ে সমস্যা যাদের। তাঁরা খুব অল্প বয়স থেকেই ধূমপান করে থাকেন।
-গ্লোবটুডেবিডিডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

৫ জানুয়ারি; ইতিহাসের এইদিনে https://coxview.com/poet-sukumar-barua-birth-day/

৫ জানুয়ারি; ইতিহাসের এইদিনে

বাংলাদেশের প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়ার চট্টগ্রাম জেলার রাউজান থানার মধ্যম বিনাজুরি গ্রামে জন্ম ১৯৩৮ সালের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/