সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ভ্রমণ ও পর্যটন / পর্যটকদের সমাগম কক্সবাজার সমুদ্র সৈকত

পর্যটকদের সমাগম কক্সবাজার সমুদ্র সৈকত

কক্সবাজার সমুদ্র সৈকত। সংগৃহীত ফটো

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। এখানে দেশের বিভিন্ন স্থানসহ স্থানীয় নর-নারীরা ছুটে আসছে। তারই আলোকে সমুদ্র নগরী কক্সবাজারে ভিড় বাড়ছে পর্যটকদের।

১৮ অক্টোবর সন্ধ্যায় দেখা যায়, কক্সবাজার সৈকতে বিভিন্ন পয়েন্টে পর্যটকদের আনাগোনা। দেশের নানা স্থান থেকে আসা ভ্রমণপিপাসুদের উচ্ছ্বাস চোখে পড়ছে। অনেক পর্যটকরা সাগরের নোনা পানিতে গোসল করে আনন্দ ও তৃপ্তি মেটাচ্ছেন। উৎসুক মানুষ নেমে পড়ে সাগর তীরে। দর্শনার্থীরা বালিয়াড়িতে হাটছে। সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় রয়েছে পুলিশ দলও। ধীরে ধীরে বাড়ছে পর্যটকদের উপচে পড়া ভিড়। যারা এসেছেন তারা যে যার মতো হইহুল্লোড়ে ব্যস্ত থাকছেন। মুখর হয়ে উঠেছে সৈকত এলাকা। ইতোমধ্যে অধিকাংশ হোটেলে কটেজ বুকিং হয়ে গেছে।

সমুদ্র সৈকতে কেউ আসছেন পরিবার পরিজন নিয়ে বেড়াতে, কেউবা ছেলে-মেয়ের আবদার রক্ষা করতে, আবার কেউ কেউ বন্ধু বান্ধবদের সাথে আড্ডায় ব্যস্তসময় পার করতে দেখা যায়। অনেকেই নাতী নাতনীদের নিয়ে ছাতার নিচে বসে গল্পগোজর করে আনন্দ করছেন, কেউবা বেলুন উড়িয়ে ছোট্ট ছেলেমেয়েদের আনন্দ দিচ্ছেন। সৈকতের লাগোয়া ঝিনুকের দোকানগুলোতে পর্যটকদের উপচেপড়া ভীড় যেন চোখে পড়ার মত।

সৈকতে বেড়াতে আসা খালেক জানান, বহুদিন পর পর্যটন স্পর্ট সমুদ্র সৈকতে বেড়াতে এসে ভাল লাগল। বর্তমানে সৈকতে পর্যটকদের ভরপুর। পর্যটক রানা জানান, শীতের শুরুতেই কক্সবাজার সমুদ্র সৈকতে আসা পরিবার নিয়ে। খুবই ভাল লাগল সমুদ্র দর্শনে।

স্থানীয় পর্যটক বিশাদ ও ইরফান জানান, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতে শীতের আগেই দেশের বিভিন্ন স্থানের পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে। নানা শ্রেনী পেশার লোকজনের উপচেপড়া ভীড় সৈকতে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/04/Thermometer-Hit-Hot.jpg

বৃষ্টির সম্ভাবনা নেই, রাতে বাড়বে গরম

অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের কোনো বিভাগেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/