সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পানিরছড়ায় দিনব্যাপী একুশে বইমেলা অনুষ্ঠিত

পানিরছড়ায় দিনব্যাপী একুশে বইমেলা অনুষ্ঠিত

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/03/Mela-Book-Sagar-13-3-21-1.jpg?resize=540%2C282&ssl=1

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজারের রামু উপজেলার পানিরছড়ায় এই প্রথমবারের ন্যায় এস এইচ ডি মডেল হাইস্কুলের উদ্যোগে ব্যাতিক্রম ধর্মী দিনব্যাপী একুশে বইমেলা অনুষ্টিত হয়েছে।

১৩ই মার্চ সকাল ১১টায় বনাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে বইমেলার শুভ সূচনা ঘটে। বিদ্যালয় মাঠে অনুষ্টিত হওয়া প্রথম বইমেলার স্টল থেকে কেউ বই কিনছে, কেউবা ঘুরে ঘুরে বইমেলার স্বাদ গ্রহন করছে।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/03/Mela-Book-Sagar-13-3-21-2.jpg?resize=540%2C313&ssl=1বইমেলা উপলক্ষে আলোচনা সভায় আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্য রাখেন, কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা, কবি মানিক বৈরাগী। এতে ছিলেন, কবি নাছের ভুট্রো, তৌহিদা আজিম, ডিবি শের আলী, পোকখালী হাইস্কুলের প্রধান শিক্ষক শফিউল আলম, আবদুল হালিম, নাদেরুজ্জামান স্কুলের শিক্ষক বিকাশ শর্মা, মোহাম্মদ সেলিম, ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর ও ঈদগাঁও পথশিশু ব্লাড এসোসিয়েশন সদস্য আবুল কাসেম। বইমেলায় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অংশ নেন।

সভার শুরুতে শিক্ষক ওমর শওকতের মৃত্তিকার ভ্রন কবিতা বই’র মোড়ক উম্মোচন করেন। বই মেলায় আগত স্টল পরিদর্শন করেন অতিথিরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, রশিদনগরের ইতিহাসে এ প্রথম বইমেলা বিদ্যাপীঠের উদ্যোগে অনুষ্টিত হল। এটি যেন স্মরণীয় হয়ে থাকবে ইউ নিয়নের ইতিহাসে।

এই একুশে বইমেলায় প্রথমবারে ৭টি স্টল বসে হরেক রকমের বই নিয়ে। এতে করে এলাকার শিক্ষার্থীসহ নানান পেশার মানুষ ব্যাপক উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে এ বইমেলাকে সাধুবাদ জানিয়েছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

David Filo ( Birth Day ); ২০ এপ্রিল; ইতিহাসের এইদিনে; https://coxview.com/david-filo-birth-day/

২০ এপ্রিল; ইতিহাসের এইদিনে

ডেভিড রবার্ট ফিলো ইয়াহু’র অন্যতম প্রতিষ্ঠাতা। ফেব্রুয়ারী 1994 সালে, তিনি জেরি ইয়াং এর সাথে সহ-তৈরি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/