সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ার বনদস্যু বাহিনী প্রধান জমির অস্ত্রসহ গ্রেপ্তার

পেকুয়ার বনদস্যু বাহিনী প্রধান জমির অস্ত্রসহ গ্রেপ্তার

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ায় বনদস্যু বাহিনীর প্রধান ও ১৪ মামলার আসামী মো.জমির উদ্দিন (৩৮)কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ২টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের বটতলী জুমপাড়া এলাকা থেকে তাকে একটি দেশীয় তৈরী এলজি ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ গ্রেপ্তার করা হয়। প্রেপ্তারকৃত জমির ওই এলাকার ইয়াকুব আলীর ছেলে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, জমির সশস্ত্র বাহিনী গঠন করে প্রতিনিয়ত বনজসম্পদ লুট করে আসছিল। থানায় একযুগ ধরে এই অপকর্মকালে তার বিরুদ্ধে থানায় ১৪টি মামলা হয়। তৎমধ্যে ১২টি মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।

ওসি আরো বলেন, রোববার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অস্ত্রসহ জমিরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর জমিরের বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/