সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / পেকুয়ায় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে জাপা নেতা এম.পি ইলিয়াছ ও খোরশেদ আরা

পেকুয়ায় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে জাপা নেতা এম.পি ইলিয়াছ ও খোরশেদ আরা

Shagir 29-10-2015 (news & 5pic) f1 (1)এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া

কক্সবাজারের পেকুয়ায় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্টিত হয়েছে। ২৯ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩টায় আলহাজ কবির আহমদ চৌধুরী বাজারস্থ্য ঋনদান সমবায় সমিতি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাপা নেতা হাজি মুহাম্মদ ইলিয়াছ এম.পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উদ্দিন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাপা নেত্রী আলহাজ খোরশেদ আরা হক এম.পি, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোসারফ হোসেন দুলাল, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ারুল এহসান চৌধুরী বুলু।

পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এম.দিদারুল করিম এর পরিচালনায় অনুষ্টিত দ্বি-বার্ষিক সম্মেলন ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজের সদ্য মনোনিত আহবায়ক সংবর্ধিত ছাত্র নেতা আব্দুর রহমান রোহান, চট্টগ্রাম মহানগর ছাত্র সমাজের সদস্য সচিব মোঃ সেলিম উদ্দিন, কক্সবাজার জেলা মহিলা জাতীয় পর্টির সাধারণ সম্পাদিকা আসমাউল হুসনা, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সামশুল আলম, পৌর জাতীয় পার্টি’র সভাপতি মোঃ জসিম উদ্দিন, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এস.এম.মাহাবুব ছিদ্দিকী, জাপা নেতা জাহাঙ্গীর আলম, উপজিলা মহিলা জাতীয় পর্টির আহবায়ক আমাতুর রহিম হিরা, জাতীয় ছাত্র সমাজ কক্সবাজার জেলা আহবায়ক কামাল উদ্দিন, যুগ্ম আহবায়ক মোঃ সোলাইমান বাদশা, পেকুয়া উপজেলা ছাত্র সমাজের নব নির্বাচিত সহ-সভাপতি মোঃ আরমান, সাধারণ সম্পাদক ইফতেখাইরুল ইসলাম জুয়েল ও ছাত্র নেতা জসিম উদ্দিন প্রমূখ।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সেলিমুল আহসান চৌধুরী, মোঃ হোসেন সিকদার, জাপা নেতা হাজী বদিউল আলম, শাহেদুল ইসলাম, হাজী জামাল উদ্দিন, শাহাদাত হোছাইন, নুরুন্নবী, অলি উল্লাহ, কুতুবদিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাষ্টার আব্দুল মোনাফ, পেকুয়া সদর জাতীয় পর্টির আহবায়ক সাবেক ইউপি সদস্য আহমদ হোসেন, জাপা নেতা কামাল হোসেন সওঃ, আকতার হোসেন, শিলখালী ইউনিয়ন জাতীয় পার্টি’র আহবায়ক মোঃ আলম ফরায়েজী, সদস্য সচিব কাউছার হামিদ, রাজাখালী ইউনিয়ন জাতীয় পার্টি’র সভাপতি ইউপি সদস্য হোছাইন শহিদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ আছিফ, জাপা নেতা ডা. নুরুল আমিন, মনিরুল ইসলাম, বারবাকিয়া জাতীয় পার্টির আহবায়ক মোঃ নন্না মিয়া, টইটং ইউনিয়ন জাতীয় পার্টি’র আহবায়ক আব্দুল খালেক, মোঃ হারুন-উর-রশিদ, মহিলা নেত্রী দিলুয়ারা বেগম, উজানটিয়া ইউনিয়ন জাতীয় পার্টি’র আহবায়ক সাবেক ইউপি সদস্য রেজাউল করিম বজল, মগনামা ইউনিয়ন জাতীয় পার্টি’র আকবায়ক আলমগীর সও:, ছরওয়ার আলম, নাজিম উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি শকিল সাজ্জাত চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম ও কুতুবদিয়া উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক মনিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাপা নেতা হাজি মুহাম্মদ ইলিয়াছ এম.পি বলেন, পল্লীবন্ধু হুসাইন মুহাম্মদ এরশাদ ও বর্তমান সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির ৯বছরের শাসনামলই ছিল দেশবাসীর স্বর্ণ যুগ। এসময় সারাদেশের মানুষ পরম শান্তি সুখ ও নিরাপত্তা বলয়ে ছিল। সারাদেশে হয়েছে প্রভুত উন্নয়ন। এমনকি দেশে একসময়ে মহকুমা শহর হিসাবে পরিচিত পর্যটন নগরী কক্সবাজারকে পূর্ণাঙ্গ জেলায় রূপান্তর, উপজেলা পরিষদ ও জনপ্রতিনিধি অধ্যাদেশ প্রনয়ন ছাড়াও জনগুরুত্বপূর্ণ অনেক বিষয়ে আইনী স্বীকৃতির বিষয়ও নিষ্পত্তি করা হয়েছিল জাতীয় পার্টির শাসনামলে।

এসময় তিনি, ছাত্রদের কলমের হাতকে অস্ত্রমুক্ত ও ছাত্র অধিকার নিশ্চিতেও এরশাদের শাসনামলের উল্লেখযোগ্য ঘঠনা মন্তব্য করে সন্ত্রাস, কালো টাকা ও মাদক মুক্ত ছাত্র সমাজ বিনির্মান ও জাতীয় পার্টিকে পুনরায় ক্ষমতায় আনতে ছাত্র সমাজকেই অগ্রনী ভুমিকা পালন করতে হবে। আর সেই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ছাত্র সমাজের নেতাকর্মীদের সাংগঠনিক কর্মকান্ড জোরদারের আহবান জানাই। পরে, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আবদুর রহমান রোহান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজের আহবায়ক নির্বাচিত হওয়ায় তাকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়। সম্মেলনে আজিজুর রহমানকে সভাপতি, মোঃ আরমানকে সিনিয়র সহ-সভাপতি ও মোঃ জুয়েলকে সাধারণ সম্পাদক মনোনীত করে জাতীয় ছাত্র সমাজ পেকুয়া উপজেলা শাখার কমিটি ঘোষনা করে নেতৃবৃন্দকে পরিচয় করে দেয়া হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/