সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় দস্যুতা ও পুলিশ এসল্ট মামলার পলাতক আসামী গ্রেপ্তার

পেকুয়ায় দস্যুতা ও পুলিশ এসল্ট মামলার পলাতক আসামী গ্রেপ্তার

Handcuff - 2 (a)

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ায় দস্যুতা ও পুলিশ এসল্ট মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের দীর্ঘ চার বছর পর শনিবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়ি সদর ইউনিয়নের সরকারিঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার ধৃত দুটি ওয়ারেন্টের আসামী মোহাম্মদ সেলিম (২৮)কে আদালতে পাঠানো হবে। গ্রেপ্তারকৃত সেলিম সরকারিঘোনা এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, ২০১২ সালে দস্যুতা ও পুলিশ এসল্টের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের হয় সেলিমের বিরুদ্ধে। ওই মামলায় আদালত গ্রেপ্তারী পরোয়ানাও জারি করে। মামলার পর থেকে নানা ছদ্মবেশে পালিয়ে বেড়ায় সেলিম। অবশেষে দীর্ঘ চার বছর পর ঘরে ফিরেছে খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ জিয়া মো.মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এসআই টিবলু মজুমদারসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/