সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় দু’পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ আহত-১২

পেকুয়ায় দু’পক্ষের সংঘর্ষে নারী-পুরুষসহ আহত-১২

প্রতিকী ছবি

নিজস্ব প্রতিনিধি; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়ায় বসত ভিটে সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ উভয়পক্ষে অন্তত ১২জন আহত হয়েছে। গত রবিবার (২০মে) বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তন্মধ্যে আহত তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- একই এলাকার মৃত তৈয়ম গোলালের ছেলে দেলোয়ার হোসেন, আমির হোসেন, আলী হোসেন, আলী হোসেনের ছেলে মোক্তার হোসেন মনু ও মোক্তার হোসেনের স্ত্রী আলমাস খাতুন এবং মৃত ছৈয়দ আহমদের ছেলে আবুল হোসেন, তার স্ত্রী জাহানারা বেগম, মেয়ে হাসিন আক্তার, ছেলে আনছার উদ্দিন, সরওয়ার উদ্দিন, বেলাল হোসেন ও সালাহউদ্দিন।

আহত আমির হোসেন বলেন, বসতভিটের সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে আবুল হোসেন গং আমাদের উপর পরিকল্পিতভাবে হামলা চালায়।

এ ব্যাপারে পেকুয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জহিরুল ইসলাম খান বলেন, সংঘর্ষের খবরটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে কোন পক্ষ থেকে এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/