সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় মাদকাসক্ত যুবককে কারাদণ্ড

পেকুয়ায় মাদকাসক্ত যুবককে কারাদণ্ড


মুকুল কান্তি দাশ; চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় মাদক সেবনের দায়ে কপিল উদ্দীন প্রকাশ খোকন (২৮) নামের এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ নভেম্বর) দুপুরে তাকে এ কারাদণ্ড দেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবউল করিমের আদালত। দণ্ডপ্রাপ্ত যুবক কপিল উদ্দীন পেকুয়া সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকার আলী হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, পিতা-মাতার লিখিত অভিযোগের ভিত্তিতে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবউল করিমের নেতৃত্বে পেকুয়া থানার এএসআই নাছির উদ্দিনসহ একদল পুলিশ অভিযান চালিয়ে মাদক সেবনের সরঞ্জামাদি’সহ কপিল উদ্দীনকে তার বাড়ী থেকে আটক করা করে।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে মাদকসেবনের দায়ে আটক কপিল উদ্দীনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবউল করিম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ভূইয়া বলেন, দণ্ডপ্রাপ্ত যুবক কপিল উদ্দীনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/