সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / পেকুয়া উপকূলীয় কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পেকুয়া উপকূলীয় কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিতর্ক প্রতিযোগিতা

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

‘মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার, যুব সমাজের অবক্ষয়ের মূল কারণ’ এ বিষয়ের ওপর পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে কলেজের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কে পক্ষ দলে অংশ নেয় একাদশ শ্রেণি ও বিপক্ষে দলে অংশ নেয় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। বিতর্কটির আয়োজন করে এনজিও সংস্থা কোডেকের তরুণ আলো প্রকল্প।

বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান। বিচারকের দায়িত্ব পালন করেন প্রথম আলোর চকরিয়া প্রতিনিধি এস এম হানিফ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা জামান খারেছ ও কোডেকের তরুণ আলো প্রকল্পের কক্সবাজারের সমন্বয়ক হেলাল উদ্দিন।

বিতর্কে বিজয়ী হয় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার পান বিপক্ষ দলের উম্মে হাফছা। পুরো অনুষ্টানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন তরুন আলো প্রকল্পের পেকুয়া উপজেলা মাঠ কর্মকর্তা এম কায়দে আজম।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/