Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / পোকখালীতে গ্রামীন সড়ক ভেঙ্গে নদীগর্ভে বিলীনের পথে

পোকখালীতে গ্রামীন সড়ক ভেঙ্গে নদীগর্ভে বিলীনের পথে

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার উপকূলীয় পোকখালী ইউনিয়নের পশ্চিম নাইক্ষ্যংদিয়ার গ্রামীণ চলাচল সড়কটি বর্তমানে নদীগর্ভে বিলীনের পথে বললেই চলে।

এ সড়ক দিয়ে দৈনিক হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকে। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানা ভয় আর আতংকের মধ্য দিয়ে দৈনিক আসা যাওয়া করে যাচ্ছে। বেশ কিছুদিন যাবত রাস্তাটি ভারী বর্ষণে নদীগর্ভে হারিয়ে যাচ্ছে। এমনকি সড়কের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর ভাঙ্গনের কারণে চলাফেরা বর্তমানে অযোগ্য হয়ে পড়েছে। যানবাহন চলাচল করতে পারছেনা কোনভাবেই। এটি ভেঙ্গে গেলে লোক জন চলাচলতো দূরের কথা, ৪/৫ শত কানি জমির চাষাবাদও অনিশ্চিত হয়ে পড়বে। দ্রুত সময়ে এ গ্রামীন জনপদের একমাত্র রাস্তাটির বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহন করা এখন সময়ের গণদাবীতে পরিণত হয়ে পড়েছে। অন্যথায় ব্যাপক ক্ষতি হওয়ার আশংকা প্রকাশ করেন স্থানীয়রা।

এদিকে সড়ক রক্ষাকল্পে উদ্ধর্তন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় মেম্বার হেলাল উদ্দিন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

মামলায় কেউ জেলে বাকীরা পলাতক, ফাঁকা পেয়ে দুই গেরস্তের বাড়ি লুট #https://coxview.com/wp-content/uploads/2024/06/Dakhol-Rafiq-20-6-24-1.jpg

মামলায় কেউ জেলে বাকীরা পলাতক, ফাঁকা পেয়ে দুই গেরস্তের বাড়ি লুট

বান্দরবানের লামার সরই ইউনিয়নের ঘটনা   মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :বান্দরবানের লামা উপজেলায় দুই গেরস্তের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/