সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাথমিক ও এবতেদায়ি সমাপনীর প্রথম দিন : জেলায় ঝরে পড়ল ৪৭৫৬ জন পরীক্ষার্থী

প্রাথমিক ও এবতেদায়ি সমাপনীর প্রথম দিন : জেলায় ঝরে পড়ল ৪৭৫৬ জন পরীক্ষার্থী

PSC - Rafiq - Lama 22-11-2015 (news & 3 pic) f1.এম.বেদারুল আলম; কক্সভিউ:

ছোটদের বড় পরীক্ষার প্রথম দিন শান্তিপূর্ণ ভাবে অতিবাহিত হয়েছে। ২২ নভেম্বর প্রাথমিক ও এবতেদায়ি সমাপনি পরীক্ষার প্রথম দিন ইংরেজী বিষয়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে। জেলায় এবারের প্রাথমিক ও এবতেদায়িতে প্রথম দিনে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

জেলায় ৮৯ কেন্দ্রে ৬৪,৫৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে অনুপস্থিত ছিল ৪৭৫৬ জন। উপস্থিত ৫৯৮০১ জন। এদের মধ্যে প্রাথমিক সমাপনীতে ৫১,৩৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৩২৫৮ জন। উপস্থিত ছিল ৪৮০৮৯ জন।

এবতেদায়ি সমাপনীতে ১৩২১০ জনের মধ্যে অনুপস্থিত ছিল ১৪৯৮ জন। উপস্থিত ছিল ১১,৭১২ জন। প্রথম দিনে বিপুল সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়ার কারণে সরকারের শতভাগ ঝরে পড়া রোধের প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।

এদিকে রবিবার প্রথম দিনে প্রাথমিক ও এবতেদায়িতে উপজেলা ভিত্তিক অনুপস্থিতির চিত্র হল:

 

  • সদরে প্রাথমিকে ৪১০ জন, এবতেদায়িতে ৩২২ জন,
  • রামুতে ৪৮১ জন, এবতেদায়িতে ১৫৫ জন,
  • উখিয়ায় প্রাথমিকে ৫৭৯ জন, এবতেদায়িতে ১৩৭ জন,
  • পেকুয়ায় প্রাথমিকে ২১৭ জন, এবতেদায়িতে ১৯৮ জন,
  • মহেশখালীতে প্রাথমিকে ৬০৫ জন, এবতেদায়িতে ২২৪ জন,
  • কুতুবদিয়ায় প্রাথমিকে ১৩৪ জন, এবতেদায়িতে ৬৩ জন,
  • টেকনাফে প্রাথমিকে ৪২২ জন, এবতেদায়িতে ১২৭ জন,
  • চকরিয়ায় প্রাথমিকে ৪১০ জন, এবতেদায়িতে ২৭২ জন অনুপস্থিত ছিল।

প্রাথমিক ও এবতেদায়ি সমাপনী পরীক্ষায় বিপুল সংখ্যক পরীক্ষার্থীর অনুপস্থিতির কারণ হিসাবে অভিভাবকের অসচেতনতা, শিশু শ্রম, শিক্ষকদের অবহেলাকে দোষছেন সচেতন মহল।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/