সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ফলোআপ- ঈদগাঁওতে অপহৃত দুইজনকে অর্ধলক্ষাধিক টাকা মুক্তিপণ দিয়ে উদ্ধার করলো পরিবার

ফলোআপ- ঈদগাঁওতে অপহৃত দুইজনকে অর্ধলক্ষাধিক টাকা মুক্তিপণ দিয়ে উদ্ধার করলো পরিবার

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁওর একটি পাহাড় থেকে অপহৃত হওয়া দুইজনকে অর্ধলক্ষাধিক টাকা মুক্তিপণ দিয়ে উদ্ধার করেছে পরিবার।

২৮ ডিসেম্বর সকালের দিকে কালিরছড়া ভুতিয়াপাড়ার অদুরে একটি পাহাড় থেকে আমান উল্লাহ ও আহমদ ছৈয়দ নামের দুই ব্যক্তিকে নিয়ে যায় অপহরণকারীরা। প্রথমে আমান উল্লাহকে অপহরণের দায় স্বীকার করে স্থানীয় বিট কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে মুঠোফোনে জানালে আইনশৃঙ্খলা বাহিনী নড়েচড়ে বসতে শুরু করেছিল। আবার আহমদ ছৈয়দকেও অপহরণ করা হয়েছে বলে তার পরিবারের মাঝে ফোন করে মুক্তিপণ দাবী করলে বিষয়টি তাৎক্ষণিক জানাজানি হয়।

এদিকে ৩০ ডিসেম্বর বিকেলের দিকে অপহৃত হওয়া পরিবারের পক্ষ থেকে জনৈক এক ব্যক্তি ভুতিয়াপাড়া এলাকা হতে ২/৩ কিলোমিটার পূর্বে গহীন অরণ্যে অপহরণকারী চক্রের সদস্যদেরকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে আসে। মুক্তিপণ পেয়ে অপহরণকারী চক্রের হাতে আটকে রাখা দুইজনকে ওইদিন রাতে ছেড়ে দেয় বলে এক সূত্রে প্রকাশ।

এ ব্যাপারে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের এমইউপি কামাল উদ্দীন গত দুদিন পূর্বে অপহরণ হওয়া আমান উল্লাহ ও আহমদ ছৈয়দকে মুক্তিপণ দিয়ে উদ্ধার করার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভুঁইয়া ও উদ্ধার হওয়ার বিষয়টি জানায়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/