সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / ফেসবুকেই জানা যাবে ইন্টারনেটের গতি

ফেসবুকেই জানা যাবে ইন্টারনেটের গতি

অনলাইন ডেস্ক :

ফেসবুকের মাধ্যমে যাচাই করা যায় ফোনের ইন্টারনেট স্পিড। অনেক সময় ঝামেলা হয় নেটওয়ার্কে। ওঠানামা করতে থাকে ফোনের ইন্টারনেট। এর জন্য কেউ কেউ গুগলের সাহায্য নেন। কিন্তু স্ক্রিনে চলা ফেসবুক ট্যাব থেকেই এক মুহূর্তে জেনে নিতে পারেন ফোনের ইন্টারনেট গতি।

প্রতিনিয়তই আপডেট হচ্ছে মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। ফেসবুক ব্যবহারকারীদের একটি বড় অংশ নিউজফিডে স্ক্রল করে ও রিলস দেখে দীর্ঘ সময় কাটিয়ে দেন। এখন থেকে ফেসবুকের মাধ্যমে যাচাই করা যায় ফোনের ইন্টারনেট স্পিড। ফেসবুক থেকে যেভাবে ইন্টারনেটের গতি দেখা যাবে।

১. প্রথমে মোবাইলে ফেসবুক অ্যাপটির সর্বশেষ সংস্করণ ইনস্টল করতে হবে। শুধু অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই এ ফিচারটি উপভোগ করতে পারবেন।

২. ফেসবুকে লগ ইন করার পর ওপরে ডান দিকে থ্রি লাইন ডটে (অ্যান্ড্রয়েড ভার্সন অনুযায়ী ডিজাইন ভিন্ন হতে পারে) ক্লিক করুন। সেখানে মেনু অপশনে একাধিক অপশন আসবে।

৩. স্ক্রল করে নিচে গেলে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ অপশনে দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।

৪. এবার ‘ওয়াইফাই অ্যান্ড মোবাইল পারফরম্যান্স’ অপশনে ক্লিক করুন।

৫. ওই পেজে ‘ইওর স্পিড’ অপশনে ক্লিক করুন। সেখানে দেখতে পাবেন বর্তমানে ইন্টারনেটের গতি কেমন।

৬. এ ইন্টারনেট গতিতে কী কী কাজ কেমন করতে পারবেন সেটি জানিয়ে দেবে। যেমন-বর্তমান গতি ছবি ডাউনলোড করার ক্ষেত্রে কেমন হবে, ভিডিও দেখার ক্ষেত্রে কেমন হবে ইত্যাদি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে https://coxview.com/fire-rafiq-16-4-24-1/

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :পার্বত্য জেলা বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী বৌদ্ধ বিহারের চেরাং ঘরে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/