সাম্প্রতিক....
Home / জাতীয় / ফ্লোরিডায় আঘাত করেছে ইরমা, বাহামায় সমুদ্র উধাও

ফ্লোরিডায় আঘাত করেছে ইরমা, বাহামায় সমুদ্র উধাও

ফ্লোরিডায় আঘাত হেনেছে প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইরমা। ছবি: সংগৃহীত

প্রশান্ত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইরমা বেশ কতগুলো ক্যারিবিয়ান দ্বীপে ধ্বংসযজ্ঞ চালিয়ে এখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আঘাত হানতে শুরু করেছে। উপকূলের কাছে বেশ কতগুলো ছোট দ্বীপের অবস্থা খুবই গুরুতর। দ্বীপগুলোর মানুষজনকে নিরাপদে থাকতে বলা হয়েছে। ফ্লোরিডায় অন্তত ৬০ লক্ষ মানুষকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে – যা ওই অঙ্গরাজ্যের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ।

কী ওয়েস্টের একজন কর্মকর্তা বিবিসি-কে বলেছেন, এই মুহূর্তে পরিস্থিতি ‘অত্যন্ত বিপজ্জনক’। তীব্র বাতাসের তোড়ে ইতোমধ্যে অন্তত দুই লাখ মানুষের ঘরে বিদ্যুৎ নেই। ফ্লোরিডার দক্ষিণ প্রান্তের দ্বীপগুলোতেই বাতাসের তীব্রতা সবচেয়ে বেশি। অধিকাংশ লোকজন চলে যাওয়ায় রাজ্যের প্রধান শহর মায়ামি এখন নির্জন ভুতুড়ে শহরের চেহারা নিয়েছে।

আঘাত হেনেছে ইরমা। ছবি: সংগৃহীত

আবহাওয়াবিদরা ইতোমধ্যে সতর্ক করে দিয়েছেন, তীব্র বাতাসের ফলে উপকূলে বিধ্বংসী ‘স্টর্ম সার্জ’ আছড়ে পড়তে পারে। এই ‘স্টর্ম সার্জে’ ঝোড়ো বাতাস সমুদ্রের জলকে ঠেলে দিয়ে প্রায় সাড়ে চার মিটার উঁচু ঢেউয়ের আকারে উপকূলে আছড়ে ফেলে। ইরমা’র আঘাতে ফ্লোরিডার পশ্চিমাঞ্চল এখন সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে টাম্পা শহরটি অল্পের জন্য বেঁচে যেতে পারে।

এদিকে, বাহামা দ্বীপপুঞ্জ থেকে আসা বিভিন্ন ছবিতে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় ইরমা’র অভিঘাতে সেখানে কোনো কোনো জায়গায় সমুদ্র বহুদূর পর্যন্ত উধাও হয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, লং আইল্যান্ড নামে একটি দ্বীপের চারপাশে সমুদ্রের পানি যেন হঠাৎই শূন্যে মিলিয়ে গেছে।

পানি নেই বাহামা দ্বীপপুঞ্জের চারপাশের সৈকতে। ছবি: সংগৃহীত

বিশেষজ্ঞরা অবশ্য জানিয়েছেন, হারিকেনের ফলে যে প্রবল নিম্নচাপ সৃষ্টি হয় তা অনেক সময় এভাবে উপকূলীয় অঞ্চল থেকে সমুদ্রের পানিকে শুষে নেয়। তখন বাইরে বেরিয়ে পড়ে পানির নিচে থাকা কর্দমাক্ত সমুদ্রতল।

বাহামার ওই সমুদ্র ও সোনালি সৈকত কীভাবে হাওয়ায় মিলিয়ে গেছে – অনেকেই সোশ্যাল মিডিয়াতে তার ছবি ও ভিডিও পোস্ট করেছেন। তবে বিজ্ঞানীরা বলছেন, ঘূর্ণিঝড়ের এই প্রভাবটা সাময়িক।

সূত্র:আবু আজাদ/priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/