সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানের প্যান্ডেল পরিদর্শনে সাংসদ কমল

বঙ্গবন্ধুর ৪০তম শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানের প্যান্ডেল পরিদর্শনে সাংসদ কমল

Kamol MP 14-8-2015বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে টুঙ্গিপাড়ায় ৫০ হাজার মানুষের কাঙালি ভোজের আয়োজনের পর এবার জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজারের রামুতেই জেলার সবচেয়ে বড় কাঙালি ভোজের আয়োজন করার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এজন্য গেল এক সপ্তাহ ধরে চলে নানা আয়োজন। আজকের এ অনুষ্ঠানকে ঘিরে পুরো উপজেলা আওয়ামীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষেরও বাড়তি আগ্রহ দেখা গেছে। অনুষ্ঠানের প্যান্ডেল দেখার জন্য ভিড় জমিয়েছেন এলাকার শত শত নারী-পুরুষ।

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের প্যান্ডেল পরিদর্শনে আসেন কক্সবাজার- ৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

পরিদর্শনকালে সাংসদ সাইমুম সরওয়ার কমল বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে খুনীরা বাংলাদেশকেই হত্যা করতে চেয়েছিল। বাংলাদেশকে স্বাধীন করাই ছিল যেন বঙ্গবন্ধুর মহাপাপ। কিন্তু খুনীদের সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করে আমরা জাতিকে কলঙ্কমুক্ত করতে পেরেছি। আর আওয়ামীলীগ জাতিকে ঐক্যবদ্ধ করতে চায়। তাই বঙ্গবন্ধুকে নিয়ে কোন বিভাজন হতে পারে না। কারণ বঙ্গবন্ধু মানেই বঙ্গবন্ধু।

শোক দিবস উদযাপন পরিষদের চেয়ারম্যান জাফর আলম চৌধুরী জানান, প্রথমবারের মত রামুতে সবচেয়ে বড় পরিসয়ে এ আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, ঘাকতরা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করেছিল। কিন্তু তাঁর আদর্শকে হত্যা করতে পারেনি। বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে দ্রæত ফাঁসির রায় কার্যকর করার দাবী জানান জাফর আলম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম, মুক্তিযোদ্ধা মাষ্টার ফরিদ আহমদ, জেলা আওয়ামীলীগ নেতা মীর কাশেম হেলালী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নিতীশ বড়ুয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, আওয়ামীলীগ নেতা নুরুল হক, সাবেক ছাত্রনেতা মাসুদুর রহমান, সাংসদের একান্ত সহকারী মিজানুর রহমান, ব্যক্তিগত সহকারী মো. আবু বক্কর ছিদ্দিক, সাংবাদিক খালেদ হোসেন টাপু, জেলা মৎসজীবিলীগের সহ সভাপতি আনছারুল হক ভুট্টো, ব্যবসায়ি মনির আহমদ সওদাগর, চৌমুহনী ব্যবসায়ি সমিতির সদস্য আজিজুল হক আজিজ, সৈনিকলীগ নেতা মোস্তাক আহমদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান রাজা ও রমিজ আহমদ প্রমূখ।

প্রেস বিজ্ঞপ্তি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/