সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / বাইশারীতে চোরাই পথে আনা ১০টি গরু আটক

বাইশারীতে চোরাই পথে আনা ১০টি গরু আটক

হামিদুল হক; ঈদগড় :

বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং লেদু এলাকা থেকে মায়ানমারের সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাই পথে আনা ১০টি গরু আটক করেছে পুলিশ। এ সময় চোরাকারবারিরা পালিয়ে যায়।

জানা যায়, ১ জানুয়ারি ভোরে পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং লেদু এলাকা থেকে মায়ানমারের সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাই পথে আনা ১০টি গরু আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়; গোপন সাংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহার নির্দেশে বাইশারী ও আলিক্ষ্যং ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে গরুগুলো আটক করে। এ সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বলে পুলিশ জানায়।

বিষয়টির ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহার সাথে যোগাযোগ করলে তিনি গরু আটকের বিষয়টি নিশ্চিত করেন এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।

ঈদগড় ও বাইশারীর বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিনিয়ত মায়ানমার থেকে চোরাই পথে আনা শত শত চোরাই গরু পাচার হচ্ছে। এতে সরকার হারাচ্ছে বিপুল অংকের রাজস্ব।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে https://coxview.com/fire-rafiq-16-4-24-1/

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :পার্বত্য জেলা বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী বৌদ্ধ বিহারের চেরাং ঘরে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/