সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / বান্দরবানে পুলিশের সাথে গরু চোরাকারবারিদের সংঘর্ষ : এসআই সহ ৪ পুলিশ আহত, দুই আসামি ছিনতাই

বান্দরবানে পুলিশের সাথে গরু চোরাকারবারিদের সংঘর্ষ : এসআই সহ ৪ পুলিশ আহত, দুই আসামি ছিনতাই

নিজস্ব প্রতিনিধি; বান্দরবান :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে গরু চোরা কারবারিদের সাথে পুলিশের সংঘর্ষে এক এসআই সহ ৪ পুলিশ আহত হয়েছে। আত্মরক্ষার্থে পুলিশ সাত রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। অন্যদিকে চোরাকারবারিরা ছিনিয়ে নিয়ে গেছে আটককৃত দুই আসামিকে। বুধবার ভোরে সীমান্তের ৪৬ নং পিলারের কাছে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আহত পুলিশ সদস্যরা হলেন এস আই রাকিব, কনস্টেবল আবু বক্কর, আরফাত ও আবদুল মালেক। আহতরা নাইক্ষ্যংছড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান সদর ইউনিয়নের কম্বনিয়া এলাকার জারুলিয়াছড়ি সীমান্তের ৪৬ নম্বর পিলার হয়ে চোরাইপথে গরু আনলে তা আটকে অভিযানে নামে পুলিশ। অভিযানের নেতৃত্ব দেন এস আই রাকিবসহ থানা পুলিশের একটি টিম। পুলিশ দল এক পর্যায়ে লালুর বাড়ির কাছে একদল চোরাকার বারির সামনে পড়ে।

এ সময় পুলিশ সেখান থেকে দুজনকে আটক করলে চোরাকারবারিরা পুলিশের উপর আক্রমণ করে তাদের ছিনিয়ে নেয়। আত্মরক্ষার্থে পুলিশ সাত রাউন্ড ফাঁকা গুলি করে। ছিনিয়ে নেওয়া আসামিদের এখনো পাওয়া যায়নি। পুলিশ জানায় আসামিদের পাওয়া না গেলেও পরে তারা স্থানীয় এক জনপ্রতিনিধির মাধ্যমে হাতকড়া পুলিশকে ফেরত পাঠায়।

এদিকে ঘটনার পর সহকারি পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন ঘটনাস্থলে যান। তিনি সাংবাদিকদের জানান জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

David Filo ( Birth Day ); ২০ এপ্রিল; ইতিহাসের এইদিনে; https://coxview.com/david-filo-birth-day/

২০ এপ্রিল; ইতিহাসের এইদিনে

ডেভিড রবার্ট ফিলো ইয়াহু’র অন্যতম প্রতিষ্ঠাতা। ফেব্রুয়ারী 1994 সালে, তিনি জেরি ইয়াং এর সাথে সহ-তৈরি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/