সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / বায়তুল মুকাদ্দাস নিয়ে মুসলিম বিশ্ব আপোস করবে না: এরদোগান

বায়তুল মুকাদ্দাস নিয়ে মুসলিম বিশ্ব আপোস করবে না: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান বলেছেন, মুসলমানদের কাছে পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরের বিরাট মূল্য রয়েছে এবং এ নিয়ে মুসলিম বিশ্ব আপোস করবে না।

শনিবার আমেরিকার শিকাগো শহরে অনুষ্ঠিত ষোড়শ ইসলামি সার্কেল অব নর্থ আমেরিকা-মুসলিম আমেরিকান সোসাইটি কনভেনশনে দেয়া বক্তৃতায় এরদোগান এ কথা বলেছেন।

তিনি বলেন, ‘‘বায়তুল মুকাদ্দাস হচ্ছে মুসলমানদের কাছে ‘রেড লাইন’”

নৃতাত্বিক, সাম্প্রদায়িক কিংবা সাংস্কৃতিক পার্থক্যের মাধ্যমে মুসলমানদের মধ্যে কাউকে বিভাজন সৃষ্টির সুযোগ না দেয়ার জন্যও তিনি আহ্বান জানান।

এ সময় বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি।

২১ ডিসেম্বর জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইসরাইল-মার্কিন বিরোধী প্রস্তাব পাসের প্রশংসা করে এরদোগান বলেন, ‘‘বায়তুল মুকাদ্দাসকে কেন্দ্র করে আমাদের যে বিজয় অর্জিত হয়েছে তা থেকে প্রমাণ হয়, আমরা ঐক্যবদ্ধ থাকলে অনেক কিছু অর্জন করা সম্ভব। পাশাপাশি জাতিসঙ্ঘের ওই ভোটাভুটির মধ্যদিয়ে একথাও পরিষ্কার হয়েছে যে, এমন কিছু মূল্যবোধ রয়েছে যা অর্থ দিয়ে কেনা যায় না।”

ট্রাম্পের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিক্ষোভ অব্যাহত

জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। শুক্রবারও কয়েক হাজার ফিলিস্তিনি গাজা ও ফিলিস্তিনের ইসরাইল অধিকৃত পশ্চিমতীরে ট্রাম্পবিরোধী বিােভ করেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বিক্ষোভ চলাকালে ইসরাইলি নিরাপত্তাবাহিনীর গুলিতে অন্তত ৫৬ জন বিক্ষোভকারী আহত হয়েছেন। এদের বেশিরভাগই গাজা সীমান্ত এলাকায় আহত হয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনীর এক মুখপাত্র দাবি করেছেন, সৈন্যরা তাদের বিরুদ্ধে হুমকি হয়ে ওঠা ‘প্রধান উসকানিদাতাদের’ গুলি করেছেন, যারা সীমান্তের নিরাপত্তা বেড়াগুলো ভাঙার চেষ্টা করছিল।

তিনি আরো জানান, পশ্চিমতীর ও গাজায় প্রায় চার হাজার ফিলিস্তিনি রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। তারা ইসরাইলি নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে পাথর ছোড়ে ও পেট্রলবোমা নিক্ষেপ করে এবং নিরাপত্তাবাহিনীর সাথে সংঘর্ষে জড়ায়। ইসরাইলি নিরাপত্তাবাহিনী মূলত কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এর জবাব দেয় বলে দাবি করেন তিনি। গাজার বিক্ষোভকারীরা ‘আমেরিকা নিপাত যাক, ইসরাইল নিপাত যাক, ট্রাম্প নিপাত যাক’ বলে স্লোগান দেন।

অন্যদিকে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলের দিকে রকেট ছোড়ে। এর জবাবে ইসরাইলি ট্যাঙ্ক থেকে গাজায় গোলা নিক্ষেপ করে এবং ইসরাইলি যুদ্ধবিমান ফিলিস্তিনি ভূখণ্ডটিতে হামলা চালায়।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, ইসরাইলের দিকে ছোড়া তিনটি রকেটের মধ্যে দুটি প্রতিহত করার পর তারা গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সংস্থা হামাসের অবস্থানগুলোতে হামলা চালিয়েছে। – রয়টার্স

ইউনেস্কো ছাড়ছে ইসরাইল

জাতিসঙ্ঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেস্কো) থেকে সদস্যপদ প্রত্যাহার করে নিতে আনুষ্ঠানিক নোটিশ দাখিল করেছে ইসরাইল। পূর্ব জেরুসালেমে ইসরাইলের দখলদারিত্বের সমালোচনা করা এবং ২০১১ সালে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নেয়ায় সাম্প্রতিক বছরগুলোতে ইউনেস্কোর কড়া সমালোচনা করে আসছে ইসরাইলি কর্তৃপক্ষ।

ইউনেস্কোর মহাপরিচালক অদরে অজৌলায় শুক্রবার বলেছেন, ইসরাইলের সদস্যপদ প্রত্যাহার করে নেয়ার সিদ্ধান্তে তিনি গভীর অনুতপ্ত। তিনি আরো বলেছেন, ‘১৯৪৯ সাল থেকে ইউনেস্কোর সদস্য হিসেবে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির জন্য নিবেদিত জাতিসঙ্ঘের এই সংস্থায় ইসরাইলের অধিকারের জায়গা রয়েছে।’

ইউনেস্কো থেকে সদস্যপদ প্রত্যাহারে অক্টোবর মাসে নোটিশ দাখিল করে যুক্তরাষ্ট্র। ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের পর তারা আর এই সংস্থায় থাকবে না। তবে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনেস্কোয় স্থায়ী পর্যবেক্ষক মিশন নিয়োগ দেবে তারা।

সূত্র:globetodaybd.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/