সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বিজয়ের উল্লাসে মেতে উঠতে

বিজয়ের উল্লাসে মেতে উঠতে

 

 

 

 

 

-: ক্ষুদ কবি তানভীর মোর্শেদ তামীম :-

আমরা কি ভুলে গেছি

বিজয়ের উল্লাসে মেতে উঠতে

লাল সবুজের পতাকা তলে

ত্রিশ লক্ষ শহীদের প্রাণ ঝরে

নরপশুদের নিষ্টুর অভিযানে।

না…!

আমরা ভুলি নি

যেমন ভুলি নি

বিজয়ের উল্লাসে মেতে উঠতে

কত যুবক জীবন্ত লাশ হয়ে

গভীর প্রতিক্ষায় রাতজেগে

নির্ভয়ে আমৃত্যু লড়াই করেছে

ধারালো বেয়নেটের মুখে।

তেমনি ভুলি নি

বিজয়ের উল্লাসে মেতে উঠতে

কত নারী

হারিয়ে ফেলেছে তার সম্ভ্রম

আর কত শিশু হামাগুড়ি দিয়েছে

তার পিতামাতার লাশের উপর

ভুলি নি আমরা

বিজয়ের উল্লাসে মেতে উঠতে

পরাধীনতার গ্লানিকে মুছে ফেলতে

শত্রুসেনার

অত্যাচারকে রুখে দিতে

কত প্রাণের স্পন্দন

নদীর বুকে ভেসে গেছে

ধারালো অস্থের আঘাতে।

না…!

ভুলি নি আমরা

কিভাবেই বা ভুলব? এই ইতিহাস

তাইতো…

যতদিন বাংলার আকাশে সূর্য উঠবে

ততদিন বাঙালি জাতি তাঁদের স্মরণ করবে…

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Sayed-Alam-Sagar-21-4-24.jpeg

ঈদগাঁও ইউপির চেয়ারম্যান ছৈয়দ আলম নির্বাচনী জনমত জরিপে এগিয়ে

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচনে এবার ভিন্ন পরিসরে প্রচারণায় চালিয়ে যাচ্ছেন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/