সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ‘বীরকন্যা প্রীতিলতা’র প্রচার শুরু

‘বীরকন্যা প্রীতিলতা’র প্রচার শুরু

অনলাইন ডেস্ক :

চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীভিত্তিক সিনেমা ‘বীরকন্যা প্রীতিলতা’র প্রচারণা। ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর কথা সাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বীরকন্যা প্রীতিলতা।

চলতি মাসে সিনেমাটি মুক্তির সম্ভাবনা রয়েছে। বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের প্রথম শিক্ষাপ্রতিষ্ঠান ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে “বীরকন্যা প্রীতিলতা” সিনেমার প্রচার শুরু হবে বলে জানিয়েছেন সিনেমাটির পরিচালক প্রদীপ ঘোষ।

আগামিকাল ২ নভেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে প্রচার কার্যক্রমের উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। এতে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে হাজারো সংগ্রামী অবদান রেখেছেন। নারীরাও এ আন্দোলনে শামিল হয়েছিলেন। এ সংগ্রামী নারীদের একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। তিনি একজন ভারতীয় জাতীয়তাবাদী বিপ্লবী, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

পরিচালক প্রদীপ ঘোষ বলেন, “প্রীতিলতা ওয়াদ্দেদার হচ্ছেন এ উপমহাদেশের প্রথম নারী শহিদ। সেই ১৯৩০-এর দশকের যে আগুন সময়, সেই সময়ে নারীরা যে বড় বিদ্রোহ করতে পারে, একটা ভয়াবহ যুদ্ধে শামিল হতে পারে; প্রীতিলতার সেই শক্তি-সাহসের গল্পটিই আমরা এখানে তুলে এনেছি।”

সিনেমায় প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। আরও আছেন মনোজ প্রামানিক, কামরুজ্জামান তাপুসহ অনেকে। সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/