সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ভাইস চেয়ারম্যান প্রার্থী জাবেদ ইকবাল চৌধুরীর ভোটারদের উদ্দেশ্যে আবেগময়ী স্ট্যাটাস

ভাইস চেয়ারম্যান প্রার্থী জাবেদ ইকবাল চৌধুরীর ভোটারদের উদ্দেশ্যে আবেগময়ী স্ট্যাটাস

প্রেস বিজ্ঞপ্তি :
সুপ্রিয় টেকনাফবাসী, আসসালামু আলাইকুম, সময়ের তাগিদে যোগ্য নেতৃত্ব প্রয়োজন হয়। অন্যায়, অবিচারের বিরুদ্ধে কথা বলা বা রুখে দাঁড়ানোর জন্য নেতা নির্বাচন করতে হয়। নেতা বানানোর সেই সুযোগ পাঁচ বছর পর একবার আসে সম্মানিত হাতে। সেই সুযোগ কি অপাত্রে দান করবেন? নাকি আপনার মূল্যবান ভোট দিয়ে সঠিক যোগ্যতম নেতা নির্বাচন করবেন সেই বিচারের ভার আপনাদের। রাজনীতি করতে গিয়ে কোন দিন ক্ষমতা ভোগ করেনি। ক্ষমতার অপব্যবহার করিনি। সাধারণ মানুষের পাশে থেকেছি। রাজনৈতিক পদ পদবী নিয়ে কাউকে হয়রানি করিনি। সাংবাদিকতা পেশায় থেকে সমাজের অবহেলিত ও নির্যাতিত মানুষের কথা তুলে ধরেছি। ধন সম্পদ বা টাকার কাছে নিজেকে সঁপে দেইনি। হয়নি কোটিপতি। আশেপাশে বাতাসে ভেসে আসা টাকার দিকে হাত বাড়িয়ে দেইনি। অল্পতে সুখ খুঁজেছি। বেলা অবেলায় খেয়ে সংসার চালিয়েছি। এতে হয়তো সাময়িক কষ্ট হয়েছে। মরে যায়নি। এরপরও লোভ সংবরণ করেছি। বাবা মা ইচ্ছায় পড়ালেখা করেছি। এম এ পাশ করে দূরে কোথাও চাকরি বাকরির খোঁজ না করে এলাকায় থেকেছি। দুঃসময়ে রাজপথ ছাড়িনি। সুসময়ে এসি রুমে বদ্ধ থাকিনি।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে লড়ে যাচ্ছি। হয়তো প্রচার প্রচারনায় সংগত কারনে অন্যদের মত হই-হুল্লোড় করা সম্ভব নয়। তবে যোগ্যতার বিচারের অন্যদের চেয়ে ব্যতিক্রম নিশ্চয়ই। সেই বিচারের ভার আপনাদের উপর। যদি বর্তমান সময়ে আমি যোগ্যতম মনে হয় তাহলে আপনাদের ভোট আমার হক। আমি সেই আমানত কোনদিনই নষ্ট হতে দেবো না। তাহলে আমি আপনাদের কাছে কি ভালোবাসার প্রতীক, সংসার বন্ধনের প্রতীক, নারী পুরুষের ঐক্যের প্রতীক, পবিত্রতার প্রতীক ও পৃথিবী হতে শেষ বিদায়ের একমাত্র বাহন ‘‘পালকি” মার্কায় একটি একটি ভোট পেতে পারিনা?

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/05/Election-Sagar-6-5-24.jpg

ঈদগাঁও উপজেলা নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে দ্বিমুখী লড়াইয়ের আভাস

  এম আবু হেনা সাগর;ঈদগাঁও : অবশেষে বহুল প্রত্যাশিত কক্সবাজারের নবসৃষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে চারজন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/