সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন

ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধন

PMঅনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা হবে। গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, “২০২১ সালের মধ্যে আমরা চেয়েছি আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করব- একটা মধ্যম আয়ের দেশ হিসেবে। আল্লাহর রহমতে মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নীত হওয়া, ইতোমধ্যে আমরা সেই সোপানে পা রেখেছি। আজকে আপনারা দেখেছেন নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশকে ঘোষণা দেয়া হয়েছে।”

তিনি বলেন, “আমি আপনাদের এটুকু আশ্বাস দিতে পারি যে- ২০২১ লাগবে না, তার পূর্বেই বাংলাদেশ নিম্ন মধ্যম আয় নয়, মধ্যম আয়ের দেশ হিসেবেই আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারব। হয়ত তার জন্য আর দুই-তিন বছর সময় লাগবে। তিন বছরের মধ্যেই আমরা এটা করতে পারব।”

এ সময় প্রধানমন্ত্রী কক্সবাজারের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, কক্সবাজারের মানুষ আর অবহেলিত থাকবে না।

তিনি আরও বলেন, “কক্সবাজার বহুদিন অবহেলিত ছিল। ভবিষ্যতে আর অবহেলিত থাকবে না। ইতোমধ্যে আমরা সেখানে একটি সমুদ্র গবেষণা ইনস্টিটিউট করছি। সেখানে আমরা একটা মেরিন একুরিয়াম করব।” সূত্র : নতুন বার্তা ডট কম।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/