সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গায় নিহত ৩৭

ভেনেজুয়েলায় কারাগারে দাঙ্গায় নিহত ৩৭

ভেনেজুয়েলার পুয়ের্তো আয়াকুচোর কারাগার। ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলে একটি কারাগারে দাঙ্গায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বাহিনীকে পাঠানো হয়।

স্থানীয় সময় ১৬ বুধবার আগস্ট দেশটির আমাজোনাস রাজ্যের রাজধানীর পুয়ের্তো আয়াকুচোর কারাগারে এ দাঙ্গা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েক ঘণ্টা ধরে কারাগারে গোলাগুলির শব্দ হয়েছে। আমাজোনাস রাজ্যের গভর্নর লিবোরিও গাউরুলা এ ঘটনাকে ‘জঘন্য হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন।

দেশটির সরকারি কৌঁসুলিরা বলেছেন, কারাগারে দাঙ্গার সময় ১৪ জন কারাকর্মকর্তা আহত হয়েছেন।

‘অ্যা উইন্ডো টু ফ্রিডম’ এবং ‘দি ভেনেজুয়েলান প্রিজন অবজারভেটরি’ নামের এই দুটি পর্যবেক্ষক গ্রুপ জানিয়েছে, দাঙ্গায় যারা নিহত হয়েছেন, তাদের সবাই কারাবন্দি। দাঙ্গার সময় কারাগারে ১০৫ বন্দি ছিলেন।

এছাড়া ভেনেজুয়েলার অনেক কারাগারে নিরাপত্তার অভাব রয়েছে। প্রয়োজনের তুলনায় কারাকর্মকর্তার সংখ্যা অনেক ক্ষেত্রেই কম। যে কারণে কারাবন্দিদের গ্যাং এসব কারাগারে আধিপত্য বিস্তার করে।

তবে ভেনেজুয়েলার সম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সঙ্গে এ ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা, সে বিষয়ে কিছু জানা যায়নি।

সূত্র:ইতি আফরোজ/priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/04/Thermometer-Hit-Hot.jpg

বৃষ্টির সম্ভাবনা নেই, রাতে বাড়বে গরম

অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের কোনো বিভাগেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/