সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / মংডুতে বিজিবি-বিজিপি সীমান্ত সুরক্ষায় দুই বাহিনীর ঐক্যমত

মংডুতে বিজিবি-বিজিপি সীমান্ত সুরক্ষায় দুই বাহিনীর ঐক্যমত

গিয়াস উদ্দিন ভুলু; টেকনাফ :
মিয়ানমারের মংডুতে বিজিবি-বিজিপি সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩১ জুলাই মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ১১ টায় মংডুর নম্বর (১) এন্ট্রি-এক্সিট পয়েন্ট মায়ানমারে নম্বর (২) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ অধিনায়ক ও টেকনাফস্থ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে ১০ সদস্যের বিজিবি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লে কর্ণেল মো. আছাদুদ-জামান চৌধুরী। অপরদিকে ১০ সদস্যের মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন ২ নম্বর (২) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ’র ভারপ্রাপ্ত অধিনায়ক লে.কর্ণেল নে মেউ থো। (Acting Police Lt Col Nay¸ o Thu) বৈঠক শেষে বিজিবি প্রতিনিধি দল বেলা ২ টার সময় টেকনাফ ফিরে আসেন।

এতে কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি-বিজিপি চলমান যৌথ টহল নিয়মিত করা সহ দ্বি-পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন লে. কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী।

বিজিবি কর্মকর্তা মো. আছাদুদ-জামান আরো জানান, মিয়ানমারের পক্ষ থেকে বাংলাদেশে বসে যাতে মিয়ানমারের বিরুদ্ধে সন্ত্রাসী গ্রুপ তৎপরতা চালাতে না পারে সে ব্যাপারে সহায়তা চাওয়া হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/