সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / মরহুম কবির সওদাগর স্মৃতি গোল্ডকাপ ফুটবল : শিরোপা জিতেছে স্টেডিয়াম পাড়া ফুটবল একাদশ

মরহুম কবির সওদাগর স্মৃতি গোল্ডকাপ ফুটবল : শিরোপা জিতেছে স্টেডিয়াম পাড়া ফুটবল একাদশ

Sports Footballক্রীড়া প্রতিবেদক; কক্সভিউ:

মরহুম কবির সওদাগর স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের শিরোপা জিতেছে স্টেডিয়াম পাড়া ফুটবল একাদশ। ১৬ অক্টোবর কক্সবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ ফাইনালে স্টেডিয়াম পাড়া টাইব্রেকারে ৫-৩ গোলে শক্তিশালী কক্সবাজার মালিক শ্রমিক ঐক্য পরিষদকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয়। দু’দলের উত্তেজনাপূর্ণ ফাইনালের নির্ধারিত সময় গোল শূন্য ড্র ছিল। ফলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। এতে স্টেডিয়াম পাড়ার অভিজ্ঞ ছৈয়দ করিম, ভুট্টু, হানিফ, বাদশা ও মুকুট নিশানা ভেদ করলেও প্রতিপক্ষের অভিজ্ঞ ধীমানের শট বার কাপাঁলে মালিক শ্রমিক ঐক্য পরিষদের কপাল পুড়ে। দলটির হয়ে জয়, জোসেফ, সাঈফ গোল তিনটি করেন। পুরো ম্যাচে চ্যাম্পিয়ন দলটির চেয়ে আক্রমণ ও সুযোগে এগিয়ে ছিল মালিক শ্রমিক ঐক্য পরিষদই। স্টেডিয়াম পাড়ার গোল রক্ষক মোবারক ধীমান ও জোসেল এর দুটি নিশ্চিত গোল প্রচেষ্টা অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন। এদিকে ম্যাচ শেষে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজক দ্যা রিভেঞ্জ কক্স এর সভাপতি মেজবাহ্ উদ্দিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেন কক্সবাজারের সর্বনাশা ইয়াবা মাদক থেকে যুব সমাজকে রক্ষায় অধিকতর ক্রীড়া চর্চার কোন বিকল্প নেই। জননেত্রী ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী কক্সবাজারকে ক্রীড়া নগরীতে সাজাতে চায়। কক্সবাজারের পর্যটন সৌন্দর্য্যরে সাথে ক্রিকেট ফুটবলকে আন্তর্জাতিক পরিমন্ডলে একাকার করা গেলে কক্সবাজারের সৌন্দর্য্য বিশ্বময় ছড়িয়ে দেয়া সম্ভব। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, কাউন্সিলার হেলাল উদ্দিন কবির, ক্রীড়া সংগঠক ছুরুত আলম, ক্রীড়া লেখক সমিতি, কক্সবাজারের সভাপতি এম.আর মাহবুব, সাবেক কাউন্সিলার জসিম উদ্দিন, ক্রীড়া সংগঠক শাহজাহান আনসারী, ব্যাংকার সানাউল্লাহ, যুবলীগ নেতা আসাদ উল্লাহ প্রমূখ।

এদিকে টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় মাসুদ, ম্যান অব দ্যা ফাইনাল হানিফ ও কৌশিক সর্বোচ্চ গোল দাতা নির্বাচিত হন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে অতিথিবৃন্দ এক ভরি ওজনের স্বর্ণের চেইন, চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি তুলে দেন। খেলা পরিচালনা করেন কাশেম কুতুবী, মঞ্জুর ও শফিউল আলম। অন্যদিকে এ টুর্ণামেন্টে কক্সবাজার শহর ও শহরতলীর রেকর্ড ২৪টি দল অংশ নেয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/