সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / মহাসড়কে দূরপাল্লার যানবাহন না থাকায় ঈদগাঁওতে তিন চাকার বাহনের রাজত্ব : দ্বিগুণ ভাড়া বাণিজ্য

মহাসড়কে দূরপাল্লার যানবাহন না থাকায় ঈদগাঁওতে তিন চাকার বাহনের রাজত্ব : দ্বিগুণ ভাড়া বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

নিরাপত্তার অজুহাতে পরিবহন মালিক-শ্রমিকদের অঘোষিত ধর্মঘট চলছেই। ধর্মঘটের কারণ ঈদগাঁওসহ কক্সবাজারে যাত্রীদের ভোগান্তি চরমে উঠেছে। বাস না পেয়ে এলাকার লোকজনকে যথা সময়ে গন্তব্যে যেতে নানা ভাবে দূর্ভোগ পোহাতে হচ্ছে। তিন চাকার যানবাহন তথা সিএনজি, টমটম, মাহিদ্রা ও অটোরিকশায় দ্বিগুণ ভাড়া গুণতে হচ্ছে। চাহিদার তুলনায় কম হওয়ায় এসব পরিবহনও সহজেই মিলছেনা।

৫ আগষ্ট সকাল থেকে দিনব্যাপী দূরপাল্লার যানবাহন চলাচল না করার ফলে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাসষ্টেশন হয়ে রামু, কক্সবাজার, খুটাখালী, ডুলাহাজারা, চকরিয়াসহ জেলার বিভিন্ন সড়কে যাত্রীবাহী বড় বাসের পরির্বতে ছোট তিন চাকার যানবাহনের দাপট চলছে মহাসড়ক জুড়েই। এমনকি প্রয়োজনীর কাজেকর্মে এলাকার মানুষরা নিরুপায় হয়ে এসব ছোট পরিবহনযোগে কক্সবাজারে আসা যাওয়া করতে দেখা গেছে। ওষুধ কোম্পানীর এক এমআর জানান, মাহিদ্রাযোগে কক্সবাজার থেকে ঈদগাঁও আসতে ৫০ টাকা ভাড়া নিয়েছে।

এদিকে কয়েকজন যাত্রীর মতে, সিএনজি ৮০ থেকে একশত টাকা করে ভাড়া নিচ্ছে বলেও জানা যায়।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই ঢাকার বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/