সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / মাদক ইভটিজিং বাল্যবিবাহ সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ঈদগাঁওতে কমিউনিটি পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ

মাদক ইভটিজিং বাল্যবিবাহ সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে ঈদগাঁওতে কমিউনিটি পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

“চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে” শ্লোগানকে সামনে রেখে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২০ অক্টোবর দুপুরে ঈদগাঁও কমিউনিটি পুলিশের আয়োজনে এবং তদন্ত কেন্দ্রের সার্বিক সহযোগিতার শাহ জব্বারিয়া আদর্শ বালিকা মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সমাবেশ অনুষ্টিত হয়।

শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মনছুর আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই শাহাজ উদ্দিন, প্রধান বক্তার বক্তব্য রাখেন, ঈদগাঁও ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক কাইয়ুম উদ্দিন ডিসেন্ট।

অন্যদের মধ্য বক্তব্য রাখেন, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুনর রশিদ, ঈদগাঁও রিপোটার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, ওয়ার্ড কমিউনিটি পুলিশ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। সমাবেশ পরিচালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক আবদুল গফুর।

এ সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, ছাত্রীদের জীবনকে সুন্দর করে সাজাতে হলে ১৮ এর আগে প্রেম ও বিয়ে নয়, ২০ এর আগে সন্তান নয়। মাদক, ইভটিজিং, বাল্যবিবাহের বিরুদ্ধে নির্দিষ্ট তথ্য দিন পুলিশকে।

উল্লেখ্য যে, শিক্ষা প্রতিষ্টানে সচেতনতামূলক সমাবেশের আনুষ্টানিক যাত্রা শুরু করেন কমিউনিটি পুলিশ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/