সাম্প্রতিক....
Home / জাতীয় / মিয়ানমারকে চাপ দিতে ভারতকে অনুরোধ বাংলাদেশের

মিয়ানমারকে চাপ দিতে ভারতকে অনুরোধ বাংলাদেশের

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

ভারত-বাংলাদেশ যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ দিতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। জেসিসি’র বৈঠকে বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে এ অনুরোধ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান (এ এইচ) মাহমুদ আলী।

২২ অক্টোবর রোববার বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, ‘বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত নেওয়ার বিষয়ে ভারত যেন মিয়ানমারের প্রতি চাপ সৃষ্টি করে, সেজন্য আমরা অনুরোধ জানিয়েছি।’

এ সময় রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে সুষমা স্বরাজ বলেন, ‘আমরা চাই নিরাপদে রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফিরে যাক। এ সঙ্কট নিরসনে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়ন দেখতে চায় ভারত।’

বৈঠকে এ এইচ মাহমুদ আলী সুষমা স্বরাজকে তিস্তা চুক্তির বিষয়টি স্মরণ করিয়ে বলেন, বাংলাদেশ সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, তার আমলেই তিস্তা চুক্তি সম্পন্ন হবে।

এদিকে সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর। পরে রাত ৮টায় তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

এর আগে দুই দিনের সফরে ২২ অক্টোবর রোববার দুপুর ১টা ৩৭ মিনিটে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে কুর্মিটোলা বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অবতরণ করেন ভারতের পরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সেসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সফরের দ্বিতীয় দিনে ২৩ অক্টোবর সোমবার সকালে বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের আনুষ্ঠানিক উদ্বোধনসহ ভারতের অর্থায়নে বাস্তবায়িত ১৫টি উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করবেন সুষমা স্বরাজ।

দু’দিনের সফর শেষে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সোমবার বিকেলে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন সুষমা স্বরাজ।

 

 

সূত্র:আবু আজাদ-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

রামুতে তরমুজের দাম চডা :হিমশিম খাচ্ছে ক্রেতারা

  কামাল শিশির; রামু :কক্সবাজারের রামু উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র মাহে রমজানের শুরুতে বিভিন্ন এলাকায় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/