Home / প্রচ্ছদ / ক্রীড়া / মেসিকে ছাড়াই বার্সার সহজ জয়

মেসিকে ছাড়াই বার্সার সহজ জয়

চ্যাম্পিয়ন্স লিগে দলের সেরা তারকা লিওনেল মেসিকে ছাড়াই, সহজ জয় পেয়েছে বার্সেলোনা। ফেরেঙ্কভারোসকে ৩-০ গোলে হারিয়েছে কাতালানরা।

রাউন্ড অব সিক্সটিনে আগেই কোয়ালিফাই করেছিলো বার্সেলোনা। দলের সেরা তারকাকে তাই বিশ্রামে রাখাই যায়। ডায়নামো কিয়েভের পর ফেরেঙ্কভারোসের বিপক্ষেও স্কোয়াডে ছিলেন না লিওনেল মেসি।

হাঙ্গেরিয়ান ক্লাবের বিপক্ষে কোম্যান শিষ্যদের পারফরম্যান্স মেসির অনুপস্থিতি খুব একটা টের পেতে দেয়নি। এলএমটেনের ছায়া থেকে বেরিয়ে দ্যুতি ছড়ান আতোয়াঁ গ্রিজম্যান। ১৪ মিনিটে জর্ডি আলবার অ্যাসিস্টে গোল করেন ব্যাকহিলে।

লেফট উইং দিয়ে আক্রমণ চালিয়ে গেছে বার্সা। ২০ মিনিটে ডেম্বেলের অ্যাসিস্টে লিড দ্বিগুণ করেন ডেনিশ ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েইট।

কাতালানদের সামনে এলোমেলো ফেরেঙ্কভারোস। ২৮ মিনিটে পেনাল্টি পায় সফরকারীরা। বল জালে জড়াতে ভুল হয়নি ডেম্বেলের।

৩৪ মিনিটে ব্রাথওয়েইট ভুল না করলে ব্যবধান বাড়তো আরও।

দ্বিতীয়ার্ধেও আধিপত্য স্প্যানিশ জায়ান্টদের। তবে, জালের ঠিকানা যেনো ভুলে যান ফরোয়ার্ডরা। ৬৭ মিনিটে ড্রিবল করে ডি-বক্সে ঢুকলেও ফিনিশিংয়ে ব্যর্থ ডেম্বেলে।

ম্যাচের বাকি অংশেও এই ফ্রেঞ্চ ফুটবলারের মিসের মহড়া দেখেছে সমর্থকরা। শেষ মুহূর্তে গোলের দু’টি সহজ সুযোগ হারিয়েছেন তিনি। শেষ পর্যন্ত প্রথমার্ধের ৩ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে কাতালানদেরকে।

 

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/08/Sports-Martin-David-Crowe-Birthday-Day.jpg

২২ সেপ্টেম্বর; ইতিহাসের এইদিনে

নিউজিল্যান্ডের বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা, ধারাভাষ্যকার ও লেখক তাছাড়া ১৯৮৫ সালে উইজডেন কর্তৃক তিনি বর্ষসেরা ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/