সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষে নিহত ২

যুক্তরাষ্ট্র বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষে নিহত ২

যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে অন্তত দু’জন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় দেশটির ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ম্যারিয়ন মিউনিসিপ্যাল বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমান দুটির মধ্যে একটির মডেল-সেসনা ৫২৫ সাইটেশন জেট এবং অন্যটি সিঙ্গেল ইঞ্জিন সেসনা-১৫০।

জানা গেছে, ইন্ডিয়ানাপোলিসের ৫০ মাইল উত্তরপূর্বের একটি বিমানবন্দরে দুর্ঘটনাটি হয়। একটি বড় বিমানের সঙ্গে একটি প্রাইভেট বিমানের সংঘর্ষে ঘটনাটি ঘটেছে। প্রাইভেট বিমানটি স্থানীয় সময় ৫টার সময় অবতরণ করতে গিয়ে বড় বিমানটির সঙ্গে ধাক্কা খায়।

ডাব্লিউটি টিভি জানায়, প্রাইভেট বিমানটি ইন্ডিয়ানা থেকে দুইজন যাত্রী বহন করে নিয়ে যাচ্ছিল। তারা ঘটনাস্থলেই নিহত হন। বড় বিমানটিতে থাকা পাঁচজন যাত্রীর অবস্থা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিমানবন্দরটিতে কোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার ছিল না।

সূত্র:deshebideshe.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামার ইয়াংছা-ত্রিশডেবা সড়কের বেহালদশা : ২৭টি গ্রামের ১৫ হাজার মানুষ ভোগান্তিতে; কক্সভিউ ডট কম; coxview.com; https://coxview.com/rarfiq-road-14-09-2024-3/

লামার ইয়াংছা-ত্রিশডেবা সড়কের বেহালদশা : ২৭টি গ্রামের ১৫ হাজার মানুষ ভোগান্তিতে

লামা (বান্দরবান) খানাখন্দ ভরা ও চলাচল অনুপযোগী ইয়াংছা-ত্রিশডেবা সড়কের দৃশ্য।   মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/