সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / যেভাবে ভুল রূপচর্চায় বয়স্ক দেখায় আপনাকে

যেভাবে ভুল রূপচর্চায় বয়স্ক দেখায় আপনাকে

008আপনাকে বয়স্ক দেখাচ্ছে- কোনো নারীই এ কথা শুনতে চান না। কিন্তু কেন বলছে তা খেয়াল করে দেখেছেন কি? আয়নায় ভালো করে নিজের চেহারায় নজর দিন। রূপচর্চায় কিছু ভুলের কারণে সত্যিই চেহারায় বয়সের ছাপ পড়ে যায়।

পাতলা কালো আইলাইনার কি সব সময় ব্যবহার করেন? পার্টিতে চোখের চারদিকে কালো আইলাইনার সত্যিই দারুণ দেখায়। কিন্তু এটা আপনার বয়সও বাড়িয়ে দেয়। বয়স বৃদ্ধির সঙ্গে নারীর ভ্রু এবং চোখের পাপড়ি পাতলা হতে থাকে। যখন এগুলো কড়া মেকআপ দিয়ে আড়াল করতে চান, তখন নিজেকে বয়স্ক করে ফেলেন আপনি।

চুলের স্টাইলেও বয়স কম-বেশি মনে হয়। খুব ছোট বা দীর্ঘ চুল রাখবেন না। কাঁধ পর্যন্ত অথবা কাঁধ থেকে ইঞ্চি দুয়েক নিচ পর্যন্ত চুল রাখুন। চুলে ফ্রিং বা ফ্লিক্স করবেন না। বরং চেহারার সঙ্গে মানানসই লেয়ার করুন।

দেহকে যখন ময়েশ্চার করবেন, যখন দুই হাতের প্রতি আলাদা মনোযোগ দিন। হাতের ত্বকে ময়েশ্চার না থাকলে বয়স্ক দেখাবে আপনাকে। হাত দুটোতে ঠিকঠাক মতো ময়েশ্চার থাকলে বয়স অনেক কমে যাবে বৈকি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া/দেশেবিদেশেডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/