সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / রাঙ্গামাটির সাংবাদিক ফজলে এলাহীর মুক্তির দাবিতে বান্দরবানে সাংবাদিকদের মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

রাঙ্গামাটির সাংবাদিক ফজলে এলাহীর মুক্তির দাবিতে বান্দরবানে সাংবাদিকদের মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/06/Manobbandhon-Rafiq-8-6-22-1.jpg?resize=620%2C406&ssl=1

নিজস্ব প্রতিনিধি; লামা :
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, সারাদেশে সাংবাদিক নির্যাতন নিপীড়ন বন্ধ এবং রাঙ্গামাটির সাংবাদিক ফজলে এলাহীর মুক্তির দাবীতে বান্দরবানে মানববন্ধন করেছে সাংবাদিকরা।

বুধবার (৮ জুন) সাকালে বান্দরবানের কর্মরত সাংবাদিকের ব্যানারে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচীতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2022/06/Manobbandhon-Rafiq-8-6-22-2.jpg?resize=620%2C314&ssl=1

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মিনারুল হক, সাংবাদিক ইউনিয়নের আহবায়ক আল ফয়সাল বিকাশ, প্রেস ইউনিটের জেলা সভাপতি আলাউদ্দিন শাহরিয়ার প্রমুখ।

এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতেই ডিজিটাল নিরাপত্তা আইন সহ বেশ কয়েকটি আইন করা হয়েছে। পাহাড়ের সাহসী চরণ সাংবাদিক ফজলে এলাহী।তাকে মামলা দিয়ে গ্রেফতার করে কন্ঠরোধ করা সম্ভব নয়। ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা তার নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

প্রসঙ্গতঃ রাঙামাটি জেলা থেকে প্রকাশিত দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকার সম্পাদক সাংবাদিক ফজলে এলাহীকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ গ্রেফতার করে।

উল্লেখ্য, আজ বুধবার দুপুরে আটক সাংবাদিক ফজলে এলাহী কে রাঙ্গামাটি আদালতে তোলা হলে আদালত তার জামিন মঞ্জুর করেছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে https://coxview.com/fire-rafiq-16-4-24-1/

লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহার আগুনে পুড়ে গেছে

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :পার্বত্য জেলা বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী বৌদ্ধ বিহারের চেরাং ঘরে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/