সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / রামুতে শিকলঘাট সেতু পারাপারকালে নদীতে পড়ে শিশু নিখোঁজ : মা আহত

রামুতে শিকলঘাট সেতু পারাপারকালে নদীতে পড়ে শিশু নিখোঁজ : মা আহত

Ramuআবুল কাশেম, রামু :

কক্সবাজারের রামুতে সংস্কার কাজ চলমান সেতু পারাপারের সময় বাঁকখালী নদীতে পড়ে গিয়ে শিশু কন্যা নিখোঁজ এবং মা আহত হয়েছে। সোমবার রাত আটটার দিকে রামু-মরিচ্যা আরাকান সড়কের শিকলঘাট বেইলী সেতু পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু কন্যা রিন্টু মনি দে (৩) মহেশখালী উপজেলার আদিনাথ ঠাকুরতলার দিলীপ দে এর মেয়ে। এ ঘটনায় শিশুটির মা লক্ষ্মী শর্মা (২৭) আহত হয়েছেন। লক্ষ্মী শর্মা রামুর রাজারকুল ইউনিয়নের দেয়াং পাড়ার উপেন্দ্র শর্মার মেয়ে। সড়ক ও জনপদ বিভাগের অবহেলার কারনে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা সাহাব উদ্দিন মেম্বার জানান, রাতে ৩ বছরের শিশু কন্যা রিন্টু মনি দে কে নিয়ে বাপের বাড়িতে আসছিলেন, লক্ষ্মী শর্মা। পথিমধ্যে শিকলঘাট সেতু পারাপারের সময় পাঠাতন না থাকার কারনে অসাবধানতাবশত নিচে নদীতে পড়ে যান মা ও মেয়ে। দুদিনের ভারী বর্ষণের কারনে নদীতে আসা ঢলের পানিতে দীর্ঘক্ষণ সাঁতরে মা লক্ষ্মী শর্মা কুলে উঠতে পারলেও প্রবল সোতে তলিয়ে যায় শিশু কন্যা রিন্ট মনি দে।

এ ঘটনার পর থেকে স্থানীয়রা শিশুটিকে খোঁজাখুজি শুরু করে। তবে রাত ১২টা পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।

এলাকাবাসী জানিয়েছেন, একমাসের মধ্যে সেতুটি সংস্কারের কথা বলা হয়েছিলো। কিন্তু এখন তিন মাস পার হতে চলেছে। অথচ সংস্কার এখনো শেষ হচ্ছে না। সংস্কার কাজ চলাকালে সেতু দিয়ে পারাপারও বন্দ থাকায় নৌকা দিয়ে পার হতে গিয়ে এলাকাবাসীর ভোগান্তির অন্ত নেই। কয়েকদফা নৌকা ডুবি এবং সেতু থেকে পড়ে ইতিপূর্বে আরো অনেকে আহত হয়েছিলেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/