Home / প্রচ্ছদ / ক্রীড়া / রাশিয়া বিশ্বকাপের প্রথম লাল কার্ড পেলেন সানচেজ

রাশিয়া বিশ্বকাপের প্রথম লাল কার্ড পেলেন সানচেজ

রাশিয়া বিশ্বকাপের প্রথম কোন খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখলেন কলম্বিয়ান তারকা কার্লোস সানচেজ। আজ জাপানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে হ্যান্ডবল করে এই লাল কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হলেন তিনি। ম্যাচের ষষ্ঠ মিনিটে ওই হ্যান্ডবলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে গোল করে জাপানকে লীড এনে দেন ব্লু সামুরাই দলের শিনজি কাগাওয়া।

গ্রুপ ‘এইচ’-এ ফেভারিট কলম্বিয়া। তুলনামূলক দুর্বল দল জাপানের বিপক্ষে হার দিয়েই শুরু হলো ল্যাটিন আমেরিকান দলটির বিশ্বকাপ যাত্রা। পোল্যান্ড আর সেনেগালকে নিয়ে বেশ কঠিন এ গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়াটা তাই আরও কঠিন হয়ে গেলো কলম্বিয়ার জন্য।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২৫ সদস্যের ঈদগাঁও উপজেলা ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/