সাম্প্রতিক....
Home / জাতীয় / রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের শপথ সন্ধ্যায়

রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের শপথ সন্ধ্যায়

দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ নেবেন বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির শপথ বাক্য পড়াবেন।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রধান বিচারপতি, দেশের সাবেক রাষ্ট্রপতিরা, মন্ত্রিপরিষদ সদস্য, সাংসদ, কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

২০১৩ সালে প্রথমবারের মতো দেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ আবদুল হামিদ। সেই মেয়াদ শেষ হয়ে আসায় গত ২৫ শে জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

আর মনোনয়নপত্র দাখিলের দিন একমাত্র বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মনোনয়নপত্র জমা পড়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি হন।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওর সংবাদকর্মী আবু হেনা সাগরের মাতা অসুস্থ : দোয়া কামনা 

  বার্তা পরিবেশক : কক্সবাজারে ঈদগাঁও উপজেলার সংবাদকর্মী এম আবুহেনা সাগরের মাতা অসুস্থ হয়ে চট্টগ্রামের ইবনে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/