সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শরণার্থী সমাচার / রোহিঙ্গাদের হত্যা ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদে পেকুয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রোহিঙ্গাদের হত্যা ধর্ষণ ও লুটপাটের প্রতিবাদে পেকুয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

 

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা বন্ধ ও তাদের জাতীয়ভাবে স্বীকৃতি দেয়ার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কক্সবাজারের পেকুয়া উপজেলার সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার (৩১আগস্ট) বিকালে পেকুয়ার চৌমুহনী চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে যেভাবে রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের উপরে গণহত্যা, ধর্ষণ ও লুটপাট চালানো হচ্ছে তা খুবই হৃদয়বিদারক। অবিলম্বে এসব হত্যা, ধর্ষণ ও লুটপাট বন্ধ করে রোহিঙ্গাদের জাতীয়ভাবে স্বীকৃতি দেয়ার দাবী জানান।

এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, সাংবাদিক শেখ মোহাম্মদ হানিফ, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য এস এম শাহাদাত হোছাইন, পেকুয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি মুজিবুল হক চৌধুরী, পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মিনহাজ উদ্দিন প্রমুখ।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়। মিছিলটি পেকুয়া চৌমুহনী চত্তর থেকে শুরু হয়ে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/04/Thermometer-Hit-Hot.jpg

বৃষ্টির সম্ভাবনা নেই, রাতে বাড়বে গরম

অনলাইন ডেস্ক : ঢাকাসহ দেশের কোনো বিভাগেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/