সাম্প্রতিক....
Home / জাতীয় / রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীকে বিভিন্ন দেশ সফরের আহ্বান ফখরুলের

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীকে বিভিন্ন দেশ সফরের আহ্বান ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীন, ভারতসহ বিভিন্ন দেশ সফরের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১০ সেপ্টেম্বর রোববার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হল রুমে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, ‘সরকারেকে কূটনৈতিক প্রক্রিয়া গ্রহণ করতে হবে দ্রুততার সঙ্গে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য। প্রয়োজনে প্রধানমন্ত্রীকেই বিভিন্ন দেশে যেতে হবে। আজকে ভারত ও চীনের কথা বার বার বলা হচ্ছে যে, তারা মিয়ানমার সরকারকে সমর্থন দিচ্ছে। তাদের কাছেও যেতে হবে, তাদের বুঝাতে হবে এটা আমাদের জন্য কী ভয়াবহ পরিণতি নিয়ে আসছে। মানবতার বিরুদ্ধে অবস্থান নেওয়া ঠিক হবে না। কূটনৈতিক ব্যবস্থার মাধ্যমেই এ সমস্যার সমাধান হতে পারে।’

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ সরকার রোহিঙ্গা ইস্যুতে কার্যকর ব্যবস্থা না নিয়ে তারা ভয় পাচ্ছে। তারা বলে যাচ্ছে, রোহিঙ্গাদের সঙ্গে অস্ত্র ও জঙ্গি আসছে। যা আমাদেরকেও উৎকণ্ঠিত এবং আতঙ্কিত করছে।’

একাদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মতো আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে। যে সরকার নির্বাচনকালীন নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে। এ ছাড়া নির্বাচন কমিশনও নিরপেক্ষ হতে হবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘সংকট সমাধানে সুষ্ঠু নির্বাচন দরকার। কিন্তু আওয়ামী লীগ সেদিকে যেতে রাজি নন। আমরা নির্বাচন করতে চাই। নির্বাচনে ভয় পাই না। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে ভয় পায় বলেই তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায়। আওয়ামী লীগ ভালো করেই জানে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না।’

সূত্র:জানিবুল হক হিরা/priyo.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Abdullah-Sagar-17-4-24.jpeg

পোকখালীর ৮নং ওয়ার্ডের অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে প্রার্থী হলেন আবদুল্লাহ

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের অবহেলিত ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/