সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

লামায় জমি নিয়ে বিরোধে জের ধরে ১ জনকে কুপিয়ে খুন, আহত ৭

 

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোঃওসমান গণি নামের এক ব্যক্তিকে কুপিয়ে খুন করেছে প্রতিপক্ষ।

 

বৃহস্পতিবার দুুপুরে উপজেলার সরই ইউনিয়নের নেইচ্চারঝিরিতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন।

তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহত ওসমাণ গণি নেইচ্ছারঝিরি গ্রামের বাসিন্দা মৃত আব্দুল খালেকের ছেলে।


স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওসমান ও কবির আহমদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার দুপুরে সাড়ে ১২টার দিকে কবির আহমদরা জায়গার গাছ কাটতে গেলে ওসমান গণিরা বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে সংষর্ঘ বাঁধে। সংঘর্ষের এক পর্যায়ে মোঃওসমান গণি সহ ৮ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাছাকাছি লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ওসমান গনিকে মৃত ঘোষণা করেন। অন্য আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোম্পানী স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বুধবার দুুপুরে কবির আহমদরা গাছ কাটতে গেলে ওসমাণ গণিরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওসমান গণি মারা যান এবং উভয় পক্ষের ৭-৮জন আহত হন।


এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, জমি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওসমান গণি নামের একজন মারা গেছেন। আহত হয়েছেন ৭-৮ জন। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/06/Sagar-11-6-24.jpeg

ঈদগাঁও উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১৯৬টি পরিবার পাচ্ছেন গৃহ

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারে নবসৃষ্ট ঈদগাঁও উপজেলায় এবার ১৯৬টি ভূমিহীন-গৃহহীন পরিবার ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/